বিশ্বকাপজয়ী ইংলিশ তারকাকে দলে ভিড়িয়ে চমক ঢাকা ক্যাপিটালসের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল পাকিস্তান সেনসেশন সাইম আইয়ুবের। তবে আসর শুরুর আগমুহূর্তে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পাকিস্তানি তরুণ ওপেনারকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী ওপেনার জেসন রয়কে দলে ভেড়ালো ঢাকার ফ্র্যাঞ্চাইজি।
আজ (রোববার) নিজেদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস। পোস্টে বলা হয়, ‘ঢাকাইয়াস, তোমরা বড় নাম চেয়েছিলে এবং তারা এখানে! বিশ্ব চ্যাম্পিয়ন জেসন রয় ঢাকা ক্যাপিটালস পরিবারের সর্বশেষ সংযোজন।
আমরা আপনাকে পেয়ে আনন্দিত, জেসন রয়!’
Dhakaiyas, you wanted big names, and here they are! The World Champion, the big man himself, the class act, Jason Roy...
Posted by Dhaka Capitals on Sunday, December 29, 2024
আর একদিন পরই শুরু হচ্ছে বিপিএলের একাদশ আসর। দেশের সবচেয়ে বড় এই ক্রিকেট লিগের এবারের আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানায় থাকা ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে আছে বাড়তি কৌতূহল।
দলটির মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরেশোরেই। আজই নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা। শাকিব খানের দলে দেশি তারকা ক্রিকেটারদের মধ্যে বড় নাম উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাস। ধারণা করা হচ্ছিল তার নেতৃত্বেই খেলবে ঢাকা।
তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন থিসারা পেরেরা। লঙ্কান এই অলরাউন্ডারের ওপর আস্থা রেখেছে ঢাকার ম্যানেজমেন্ট।
ঢাকা ক্যাপিটালসের স্কোয়াড
দেশি: মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন, মুকিদুল ইসলাম, নাজমুল ইসলাম, আবু জায়েদ, রহমতউল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান ও হাবিবুর রহমান।
বিদেশি: থিসারা পেরেরা, জেসন রয়, জনসন চার্লস, চতুরাঙ্গা ডি সিলভা, স্টিভেন এসকিনেজি, শাহনেওয়াজ দাহানি, জহুর খান, রিয়াজ হাসান, আমির হামজা, ফরমানউল্লাহ সাফি, জেপি কোটজে, শুবহাম শুভাশিস রঞ্জন।
এফআই