মেলবোর্নে রোমাঞ্চ ছড়িয়ে বুমরাহ’র বিশ্বরেকর্ড
ব্যাকফুটে থাকা ভারতীয় দলকে দারুণ উদ্যমে জাগিয়ে তুলেছেন সাম্প্রতিক সময়ে বোলিংয়ে তাদের বড় ভরসা জাসপ্রিত বুমরাহ। ভারতের হয়ে সবচেয়ে দ্রুততম ২০০তম টেস্ট উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। বিশ্ব ক্রিকেটে বলের হিসাবে সেটি চতুর্থ দ্রুততম এবং ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। তবে সর্বনিম্ন ইকোনমিতে ২০০ উইকেট তুলে নেওয়ার ক্ষেত্রে বুমরাহ রীতিমতো ইতিহাস গড়েছেন।
ভারতীয় এই পেসারই বিশ্বে একমাত্র যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড় নিয়ে ২০০ উইকেট শিকার করেছেন টেস্টে। বুমরাহ-সিরাজের বোলিং তোপে ৯১ রানেই ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া। ফলে মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টও জমে উঠেছে। যদিও প্রথম ইনিংসে পাওয়া ১০৫ রানের লিড মিলিয়ে ২০০ পেরিয়েছে অজিদের পুঁজি।
আজ (রোববার) বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে দলীয় খাতায় ১১ রান যোগ করতেই ৩৬৯ রানে অলআউট হয় ভারত। অবশ্য নিতীশ কুমার রেড্ডির দুর্দান্ত প্রথম টেস্ট সেঞ্চুরি না পেলে সফরকারীরা এতদূর আসতে পারত না। এই পেস অলরাউন্ডারের ইনিংস থেমেছে ১১৪ রানে। ১৮৯ বলে ১১টি চার ও ১টি ছক্কা মারেন রেড্ডি। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে ৩ করে উইকেট নিয়েছেন প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।
১০৫ রানের লিড নিয়ে টার্গেট দিতে নামা অস্ট্রেলিয়া দলীয় ২০ রানেই অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসকে হারায়। আগের ইনিংসে বুমরাহ’র চোখে চোখ রেখে ৬০ রানের ইনিংস খেলা এই ব্যাটার এবার ফিরলেন ভারতীয় প্রধান পেসারের বলেই। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বুমরাহ ৮ রানে ফিরিয়েছেন ১৯ বছর বয়সী এই ব্যাটারকে। এরপর ব্যক্তিগত ২১ রানে উসমান খাজাকে বোল্ড এবং স্টিভেন স্মিথকে ১৩ রানে ক্যাচ আউট করেন মোহাম্মদ সিরাজ।
আরও পড়ুন
দলীয় ৮০–৯১, ১১ রানের ভেতর ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। যার তিনটাই গেছে বুমরাহ’র পকেটে। ট্রাভিস হেডকে মাত্র ১ রানেই আউট করে টেস্টে ২০০তম উইকেটের মাইলফলক পূর্ণ করেন এই পেসার। এরপর মিচেল মার্শ (০) এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে টেস্টে ব্যক্তিগত উইকেট সংখ্যাকে ২০২–এ পরিণত করেছেন বুমরাহ।
— ESPNcricinfo (@ESPNcricinfo) December 29, 2024
সর্বনিম্ন গড়ে ২০০তম টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ ৩৯১২ রান (গড় ১৯.৫৬)
জোয়েল গার্নার ৪০৬৭ রান (গড় ২০.৩৪)
শন পোলক ৪০৭৭ রান (গড় ২০.৩৯)
বলের হিসাবে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
ওয়াকার ইউনিস– ৭৭২৫
ডেল স্টেইন– ৭৮৪৮
কাগিসো রাবাদা– ৮১৫৪
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪
ম্যালকম মার্শাল– ৯২৩৪
ভারতের হয়ে দ্রুততম ২০০ টেস্ট উইকেট
জাসপ্রিত বুমরাহ– ৮৪৮৪ বল
মোহাম্মেদ শামি– ৯৮৯৬ বল
রবিচন্দ্রন অশ্বিন– ১০২৪৮ বল
কপিল দেব– ১১০৬৬ বল
রবীন্দ্র জাদেজা– ১১৯৮৯ বল
এএইচএস