বিপিএলে অনিশ্চয়তার মাঝেই সাবেকদের লিগে সাকিব
আন্তর্জাতিক ক্রিকেটে আর মাত্র একটি ফরম্যাটের দুয়ার খোলা সাকিব আল হাসানের সামনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বললেও, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নিয়মিত। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগেই (বিপিএল) খেলা নিয়ে সাকিব পড়েছেন অনিশ্চয়তায়। বিপিএলে না খেলার বিষয়টি যেন আরও নিশ্চয়তা পেল সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের নতুন কাণ্ডে! সাকিব এবার সাবেক ক্রিকেটারদের লিগে নাম লেখালেন।
বাংলাদেশের সাবেক অধিনায়ক নাম লিখিয়েছেন লিজেন্ডস ক্রিকেট ট্রফির (এলসিটি) দল দুবাই জায়ান্টসে। নিজেদের ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে তারা সাকিবকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ওই দলে আছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার থিসারা পেরেরাও। এলসিটির সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন দুবাইয়ের হয়ে এর আগে পেরেরা ছাড়াও খেলেছেন হরভজন সিং, স্যামুয়েল বদ্রিদের মতো সাবেক তারকারা।
সাকিবের বিপিএলে খেলার অনিশ্চয়তা অবশ্য তার জন্য নতুন কিছু নয়। গত ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকেই সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে দেশে আন্দোলন হয়েছে। যে কারণে দেশের মাটিতে আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিতে চাইলেও আশা পূরণ হয়নি সাকিবের। সেই ধারাবাহিকতায় এবারের বিপিএলেও সাবেক এই বাংলাদেশ অধিনায়কের খেলাটা প্রায় অনিশ্চিত।
আসন্ন বিপিএলে সাকিবকে দলে নিয়েছিল চিটাগাং কিংস। সাকিবকে না পাওয়া তাদের জন্যও বড় ধাক্কাই বটে। এ ছাড়া আরও দুই বিদেশি ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ফ্র্যাঞ্চাইজিটির। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে পুরো টুর্নামেন্টে না পাওয়ার সম্ভাবনা জানিয়েছেন দলটির মালিক সামির কাদের চৌধুরি। লঙ্কান বোর্ড তাকে ছাড়পত্র দেয়নি। এ ছাড়া সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিকে নিয়েও রয়েছে শঙ্কা। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ টি-২০-তে খেলবেন তিনি।
আরও পড়ুন
প্রসঙ্গত, আগামীকাল (সোমবার) থেকে পর্দা উঠবে ২০২৫ বিপিএল আসরের। একাদশ আসর চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের বিপিএলে সাকিবের খেলা অনিশ্চয়তা থাকলেও, স্পষ্টভাবে কিছু জানায়নি চিটাগাং কিংস। তবে তার না খেলারই ইঙ্গিত মিলছে সাম্প্রতিক কর্মকাণ্ডে!
এএইচএস