বিপিএলের শুরু থেকেই যে তারকাদের পাচ্ছে রংপুর
বিপিএলের দামামা বাজতে শুরু করেছে আরও আগেই। আসরের তিনটি ভেন্যু শহরেই চলছে মিউজিক ফেস্ট। আগামী সোমবার (৩০ ডিসেম্বর) থেকেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। প্রতিযোগী ৮ দলও অনুশীলন করছে। আজ (শুক্রবার) প্রথম অনুশীলন পর্ব সেরেছে রংপুর রাইডার্স। পরে গণমাধ্যমের মুখোমুখি হন কোচ মোহাম্মদ আশরাফুল। জানিয়েছেন, শুরু থেকেই রংপুর বিদেশি তারকাদের পাচ্ছে।
বিদেশি ক্রিকেটারদের পাওয়ার বিষয়ে আশরাফুল বলেন, ‘অ্যালেক্স হেলসকে আমরা শুরু থেকেই পাচ্ছি। ইফতিখার (আহমেদ), খুশদিল (শাহ) ও (স্টিভেন) টেইলর আসছেন। এই চারজনকে আমরা নিয়মিত পাচ্ছি। হারমিত সিং হয়তো দুই-তিন ম্যাচ পর আসবে। আকিফ জাভেদও আমাদের পেস আক্রমণে আছে... সে চার পাঁচদিন পরেই আমাদের সঙ্গে যোগ দেবে।’
আঙুলের চোটের কারণে মাঠে বাইরে আছেন সৌম্য সরকার। তাকে কবে নাগাদ পাওয়া যাবে তারও একটি ধারণা দেন রংপুরের এই কোচ, ‘আমরা শুনেছিলাম ১০-১২ দিন পর তার সেলাই খোলা হবে। কয়েকটা ম্যাচ মিস করবে (শুরুতে)। শুধু সেলাইয়ের ওই অংশটা ভালো হয়ে গেলে ফিরতে পারবে। আমরা আশা করছি সিলেটে আমাদের যে চারটি ম্যাচ আছে সেখানে শেষদিকে হয়তোবা তাকে পাব।’
এ ছাড়া গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে চোট পেয়েছেন পেস অলরাউন্ডার সাইফউদ্দিনও। তাকে শুরু থেকেই পাওয়ার আশা আশরাফুলের, ‘সাইফউদ্দিন আসলে গ্লোবাল টি-টোয়েন্টিতে চোটে পড়েছিল। সেখানে একটু ব্যথা অনুভব করছিল। সেখানে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল। আমরা আশা করছি বিপিএলের প্রথম ম্যাচ থেকে সে খেলতে পারবে। সে ব্যক্তিগতভাবে অনুশীলন করছে।’
আরও পড়ুন
রংপুর রাইডার্সের স্কোয়াড :
নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ, নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, আজিজুল হাকিম তামিম, তৌফিক খান, আকিফ জাভেদ ও কার্টিস ক্যাম্ফার।
এসএইচ/এএইচএস