ইনজুরি সময়ে হার এড়াল কিংস
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবার বেশ কঠিন অবস্থানে রয়েছে। চলতি মৌসুমে পাঁচ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র দুটি, হারও সমান দুটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আজ (শুক্রবার) শেষ মুহূর্তে হার এড়িয়েছে বসুন্ধরা কিংস।
টানা পাঁচ জয়ে মোহামেডান ১৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে। বসুন্ধরা কিংস সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে মোহামেডানের চেয়ে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে। সমানসংখ্যক ম্যাচে ব্রাদার্সেরও পয়েন্ট ৮।
৩৮ মিনিটে সেনেগালিজ ফুটবলার সিনের দারুণ গোলে এগিয়ে যায় ব্রাদার্স। কৌশিকের ক্রস বক্সে তিনি প্রথমে বুক দিয়ে রিসিভ করেন। পরে বেশ দক্ষতার সঙ্গে ডান পায়ের বুলেট গতির শটে পরাস্ত করেন কিংসের গোলরক্ষককে। ব্রাদার্স লিড নিয়ে বিরতিতে যায়।
ম্যাচের পরের অর্ধে খেলা হয় কিংস বনাম ব্রাদার্সের গোলরক্ষক। সিনিয়র ফুটবলার আশরাফুল ইসলাম রানা অসাধারণ কয়েকটি সেভ করেছেন। ম্যাচের এক পর্যায়ে আহতও হন তিনি। এরপরও অবশ্য মাঠ ছাড়েননি। বসুন্ধরা কিংস একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি লম্বা সময়।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে চতুর্থ রেফারি ৮ মিনিট ইনজুরি সময় দেন। ইনজুরি সময়ের সপ্তম মিনিটে ব্রাজিলিয়ান মিগুয়েলের ক্রস থেকে মজিবর রহমান জনি হেডে ম্যাচে সমতা আনেন। ব্রাদার্সের ডিফেন্ডার ও গোলরক্ষক শেষদিকে লড়াই করেও পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ১-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। ৪২ মিনিটে একমাত্র জয়সূচক গোল করেন শাকিল আলী। ঐতিহ্যবাহী দলের এটাই পেশাদার ফুটবল লিগের প্রথম জয়।
এজেড/এএইচএস