সপরিবারে বড়দিন পালন করে তোপের মুখে সালাহ
খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন পালিত হয়েছে গতকাল (২৫ ডিসেম্বর)। ক্রীড়াঙ্গনের অনেকে বিশেষ এই দিনটি পালন করেছেন। তেমনই একজন মিশরের লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ। সামাজিক মাধ্যমে তিনি প্রতিবছরই সপরিবারে বড়দিন পালনের ছবি দিয়ে থাকেন। তেমনই কাণ্ডে এবার সালাহ’র ওপর ক্ষেপেছেন মুসলিম ধর্মাবলম্বী ভক্তরা।
গতকাল নিজেদের বাসায় একটি ক্রিসমাস ট্রি’র সামনে বসে বড়দিন উৎসবের ছবি দেন এই মিশরীয় তারকা। যেখানে দুই সন্তান মক্কা-কায়ান ও স্ত্রী ম্যাগি সালাহ’র সঙ্গে তাকে বিশেষ পোশাক পরতে দেখা যায়। সাধারণত বড়দিনের উৎসবে খ্রিষ্টধর্মীয় ফুটবলাররা যেভাবে দিনটি পালন করেন, তেমনই সাজ দেখা গেছে সালাহ’র পরিবারেও। যা সহজভাবে নেননি ভক্তরা। এ নিয়ে তারা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা করেছেন।
ইনস্টাগ্রামে সালাহ’র অনুসারী ৬৩.৭ মিলিয়ন। সেই প্ল্যাটফর্মে তিনি ছবি পোস্ট করতেই সমালোচনায় মাতেন ভক্তদের বড় একটি অংশ। মন্তব্যের ঘরে একজন লিখেছেন– ‘তুমি দিনদিন নিচে নামতেছ ভাই।’ আরেকজন তো পোস্ট সরিয়ে নিতে বলেন, ‘এই মুহূর্তে এটি ডিলিট করো।’ কান্নার ইমোজি দিয়ে আরেকজন হতাশা প্রকাশ করেছেন, ‘আমরা মুসলিমরা তোমাকে কোন দৃষ্টিতে দেখি, আর তুমি এই প্রতিদান দিলে।’
একইভাবে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলেও তোপের মুখে পড়েছেন সালাহ। অবশ্য তার পক্ষেও মতামত দিয়েছেন ফুটবল ভক্তরা। তার এক অনুরাগী লেখেন, ‘মেরি ক্রিসমাস মো, বোকাদের উপেক্ষা করো। তুমি এবং তোমার পরিবার নিজেদের মতো ছুটি পালনের সুযোগ প্রাপ্য।’ আরেকজন তার সমালোচনা দেখে হতাশা প্রকাশ করে বলেন, ‘বার্ষিক এই ক্রিসমাস দিবসে কি ঘটছে, আমি ঘণ্টাখানেক ধরে কমেন্ট পড়ছি আর উপভোগ করছি। কখনও হতাশ হয়ো না।’
আরও পড়ুন
এই বিতর্কের বাইরে অবশ্য বেশ দারুণ সময় কাটাচ্ছেন সালাহ। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে তিনি একমাত্র ফুটবলার হিসেবে এখন পর্যন্ত ১৫টি গোল ও ১১টি অ্যাসিস্ট করেছেন। লিগের গোল্ডেন বুট জয়ের পথেই এগোচ্ছেন লিভারপুলের এই মিশরীয় তারকা। বড়দিনের আগে তিনি ইপিএল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে গোল-অ্যাসিস্টের এই দুই অঙ্ক ছুঁয়েছেন।
— Egal (@EGTVEgal) December 25, 2024
সালাহ কেবল ব্যক্তিগতভাবেই নন, তার দল লিভারপুলও ইপিএলের টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে অনেকটা সময় ধরে। অ্যানফিল্ডে আজ (বৃহস্পতিবার) বক্সিং ডে’র দিবাগত রাতে তাদের ম্যাচ রয়েছে লিস্টার সিটির বিপক্ষে। ফলে সালাহ’র পুরো মনোযোগও এখন মাঠের খেলায় থাকার কথা। প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিল টপার লিভারপুল, দুই ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি।
এএইচএস