ভারত-অস্ট্রেলিয়া টেস্টে নতুন রেকর্ড
ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টে মেলবোর্নে নতুন রেকর্ড গড়েছে দর্শকরা। এমনিতেই অস্ট্রেলিয়ান ভেন্যু এমসিজির দর্শক উপস্থিতির রেকর্ড গড়ার নজির রয়েছে আগে থেকেই। সেই মেলবোর্ন–ই আজ (বৃহস্পতিবার) ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি টেস্টে সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়েছে। এদিন এমসিজির গ্যালারিতে বসে খেলা দেখেছেন ৮৭ হাজার ২৪২ ক্রিকেটভক্ত।
রোমাঞ্চকর বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট শুরু হলো আজ। এখনও বাকি চার দিন। তবে প্রথমদিনই ইঙ্গিত দিয়েছে এখানে দর্শকের সংখ্যা আরও বাড়তে পারে। দুই দলের মুখোমুখি দ্বৈরথও বেশ জমে উঠেছে। ১-১ সমতা ভাঙার লক্ষ্যে মেলবোর্ন টেস্টে প্রথমে ব্যাটিংয়ে নামে স্বাগতিক অস্ট্রেলিয়া। প্রথমদিন শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ৩১১ রান।
চলতি মাসের শুরুতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেছে অ্যাডিলেডে। সেই ‘পিঙ্ক বল’ টেস্টের প্রথমদিন এই দুই দলের টেস্ট ম্যাচে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড হয়েছিল। ৫০,১৮৬ জন ক্রিকেটভক্ত হাজির হয়েছিলেন অ্যাডিলেডের গ্যালারিতে। আজ সেটিকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে মেলবোর্ন। অবশ্য মেলবোর্নে এরচেয়ে বেশি দর্শকের রেকর্ড রয়েছে। ২০১৩-১৪ মৌসুমে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টেস্টে ৯১,১১২ দর্শক ছিল, যা টেস্টের একদিনে দ্বিতীয় সর্বোচ্চ উপস্থিতি। একই ভেন্যুতে তৃতীয় সর্বোচ্চ ৯০,৮০০ দর্শক হয়েছিল ১৯৬০-৬১ মৌসুমে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে।
তবে টেস্টে একদিনে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ডটি ভারতের কলকাতা ইডেন গার্ডেনের দখলে। ১৯৯৮-৯৯ মৌসুমে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের টেস্টে দর্শক হয়েছিল ইতিহাসগড়া এক লাখেরও বেশি। যা আজও অক্ষুণ্ন রয়েছে। ওয়ানডেতেও সর্বোচ্চ দর্শকের রেকর্ড হয়েছিল ইডেনে।
আরও পড়ুন
প্রসঙ্গত, ভারত-অস্ট্রেলিয়ার চলমান বক্সিং ডে টেস্টে সমানে সমান লড়ছে দুই দলই। অভিষেক ম্যাচ খেলতে নেমে অজি ওপেনার স্যাম কনস্টাস ৬৫ বলে ৬০ রান করেছেন। মাত্র ১৯ বছর ৮৫ দিন বয়সে খেলতে নেমে তিনি হয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ ওপেনিং ব্যাটার। এ ছাড়া উসমান খাজা ৫৭ এবং মার্নাস লাবুশেন ৭২ রানে আউট হলেও, দিনশেষে ৬৮ রানে অপরাজিত আছেন স্টিভ স্মিথ। অন্যদিকে, ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়া আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট নেন।
এএইচএস