মিমোদের ঐক্য পরিষদকে সেমিফাইনালে তুলল বিমানবাহিনী
প্যারাগন গ্রুপ বিজয় দিবস হকিতে আজ ফরোয়ার্ড রাকিবুল হাসান রকির হ্যাটট্রিকে বাংলাদেশ সেনাবাহিনীকে ৬-৩ গোলে হারিয়েছে বিমানবাহিনী। গ্রুপ 'বি'তে তিন দলই একটি করে জয় ও হারে সমান তিন পয়েন্ট করে পেয়েছে। ফলে গোল ব্যবধানের ভিত্তিতে শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠছে।
বিমানবাহিনীর গোল ব্যবধান (+২) হওয়ায় বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। আজ ৩ গোলের ব্যবধানে হারায় গোল হিসেবে পিছিয়ে পড়েছে সেনাবাহিনী। ফলে তাদের গোল ব্যবধান হয়েছে (-২)। মিমোদের হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদের গোল ব্যবধান (০) হওয়ায় তারা গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল খেলবে।
বিমানবাহিনীকে খেলা শুরুর প্রথম দুই মিনিটে প্রথম দুটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। সেনাবাহিনী ৮ মিনিটে সাগর হোসেন এবং ১৭ মিনিটে মামুন মিয়ার গোলে সমতায় ফেরে। ২২ ও ২৪ মিনিটে রকি একক প্রচেষ্টায় দুই গোল করে লিড ৪-২ করেন। ৫৮ মিনিটে ম্যাচের ষষ্ঠ ও শেষ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। বিমান বাহিনীর পক্ষে অন্য গোলটি করেন ওবায়দুল হাসান জয়। ৫৩ মিনিটে সেনাবাহিনীর তৃতীয় গোলটি আসে মনোজ বাবুর স্টিক থেকে।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশকে ৯-১ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর হয়ে আবারো হ্যাটট্রিক করেছেন আশরাফুল ইসলাম। বিকেএসপি পুলিশকে হারানো গ্রুপের রানার্স আপ হয়।
শনিবার দুপুরে প্রথম সেমিফাইনালে হকি খেলোয়াড় কল্যাণ ঐক্যর বিপক্ষে খেলবে বাংলাদেশ নৌবাহিনী। পরের সেমিফাইনালে বিকেএসপি মুখোমুখি হবে বাংলাদেশ বিমানবাহিনীর।
এজেড/এইচজেএস