থিম সং আনছে ঢাকা ক্যাপিটালস, থাকছেন শাকিব খান
বিপিএলের আসন্ন আসরে নতুন মালিকানার দল ঢাকা ক্যাপিটালস। তারকা অভিনেতা শাকিব খানের মালিকানায় থাকা দল নিয়ে আছে বাড়তি কৌতুহল। ঢাকা ক্যাপিটালসের মাঠের বাইরের কার্যক্রমটাও চলছে বেশ জোরেশোরেই। ড্রাফট ও এর আগে দল গঠনেও ছিল বড় তারকাদের চোখে রেখেছিল ঢাকা। এবার আনছে সর্বোচ্চ বাজেটের থিম সং।
গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা ক্যাপিটালস জানিয়েছে, ‘প্রীতম হাসানের কণ্ঠ এবং মিউজিকে মেগাস্টার সাকিব খানসহ বাংলাদেশের ১৫ জন সুপারস্টার ও ঢাকা ক্যাপিটালস এর প্লেয়ারদের নিয়ে সর্বোচ্চ বাজেটের থিম সং নির্মিত হচ্ছে ঢাকা ক্যাপিটালস এর জন্য। থিম সংটি খুব শীঘ্রই দেখতে পাবেন ঢাকা ক্যাপিটালস এর অফিসিয়াল পেইজে।’
একনজরে ঢাকা ক্যাপিটালস স্কোয়াড :
দেশি খেলোয়াড়:
মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার,সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান
বিদেশী খেলোয়াড় :
১৪। থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
১৫। জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ)
১৬। স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড)
১৭। চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা)
১৮। জহুর খান (সংযুক্ত আরব আমিরাত)
১৯। শাহনওয়াজ দাহানি (পাকিস্তান)
২০। রিয়াজ হাসান (আফগানিস্তান)
২১। আমির হামজা (আফগানিস্তান)
২২। ফরমানুল্লাহ সাফি (আফগানিস্তান)
২৩। জিন পিয়ের কোটজে (নামিবিয়া)
২৪। শুভম শুভ রঞ্জনা (মার্কিন যুক্তরাষ্ট্র)
টিম অফিশিয়াল :
১। আতিক ফাহাদ (টিম ডিরেক্টর এবং সিইও)
২। খালেদ মাহমুদ সুজন (প্রধান কোচ)
৩। সাঈদ আজমল (মেন্টর)
৪। ফয়সাল হোসেন ডিকেন্স (সহকারী কোচ)
৫। নিয়াজ উল ইসলাম (প্রশিক্ষক)
৬। শাহ হোসেন (বিশ্লেষক)
৭। সাইফুর রহমান সাইফ (ব্যবস্থাপক)
৮। শহিদুল্লাহ মিঠু (লজিস্টিক)
৯। জয় বিশ্বাস (ফিজিও)
১০। তারেক হাসান শিমুল (মিডিয়া ম্যানেজার)
এসএইচ