বাংলাদেশে এলেন চিটাগাং কিংসের কোচ শন টেইট
আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের একাদশ আসর। এবারও টুর্নামেন্টটিতে গতবারের মতো ৭টি দল অংশগ্রণ করছে, তবে রদবদল ঘটেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজির। এরমধ্যে দীর্ঘ ৯ বছর পর আবারও বিপিএলে ফিরেছে চিটাগাং কিংস। টুর্নামেন্টটির প্রথম দুই মৌসুমে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিটি দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরে ভালো দল গড়ারই চেষ্টা ছিল। এরমধ্যে রয়েছে প্রধান কোচ হিসেবে সাবেক অস্ট্রেলিয়ান তারকা শন টেইটকে নিয়োগ।
আসন্ন বিপিএলের জন্য আজ (মঙ্গলবার) বাংলাদেশে এসে পৌঁছেছেন টেইট। সবকিছু ঠিক থাকলে ২৭ ডিসেম্বর থেকেই মাঠের অনুশীলনে দেখা যাবে তার দলকে। এর আগে সাকিব আল হাসান, শরিফুল ইসলামরা ছাড়াও বিদেশি ক্যাটাগরিতে মঈন আলি ও অ্যাঞ্জেলো ম্যাথিউসদের দলে ভিড়িয়েছে চট্টলার ফ্র্যাঞ্চাইজিটি।
এ ছাড়া নিজেদের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হিসেবে শহীদ আফ্রিদিকে যুক্ত করেছে চিটাগাং। বিপিএলের সঙ্গে শুরু থেকেই সম্পৃক্ত ছিলেন পাকিস্তানি সাবেক এই তারকা ক্রিকেটার। কেবল তাই নয়, সম্প্রতি তারা কানাডার মডেল-অভিনেত্রী, ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার ইয়েশা সাগরকে আসন্ন বিপিএলের ‘অফিসিয়াল হোস্ট’ (উপস্থাপক) হিসেবে নিয়োগ দিয়েছে।
আরও পড়ুন
ঢাকার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচ হবে ৩০ ডিসেম্বর। আসরের দ্বিতীয় দিন (৩১ ডিসেম্বর) খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজিটি। দলটির হয়ে এর আগে ২০১৩ আসরে ক্রিকেটার হিসেবে খেলেছিলেন শন টেইট। এবার তিনি চট্টগ্রামের জার্সি গায়ে জড়াবেন প্রধান কোচের গুরুদায়িত্ব নিয়ে।
চিটাগাং কিংসের স্কোয়াড
দেশি : সাকিব আল হাসান, শরিফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব।
বিদেশি : মঈন আলি, উসমান খান, হায়দার আলি, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক এবং থমাস ও’কনেল।
এসএইচ/এএইচএস