পাকিস্তান সফরে নিউজিল্যান্ড ক্রিকেটের নিরাপত্তা বিশেষজ্ঞের দল
ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৯৯৬ সালের পর যা পাকিস্তানের মাটিতে প্রথম আইসিসি ইভেন্ট। ব্যাপক দড়ি টানাটানি শেষে সিদ্ধান্ত, ভারত ছাড়া সব দলই এই বৈশ্বিক ইভেন্ট খেলবে পাকিস্তানে গিয়ে। তার আগে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে তারা আমন্ত্রণ জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে।
তবে সেই সিরিজের নিরাপত্তা নিয়ে কিছুটা সংশয় আছে অংশগ্রহণকারী নিউজিল্যান্ড ক্রিকেটের। সে কারণেই পাকিস্তানের নিরাপত্তা খতিয়ে দেখতে দেশটিতে বিশেষ দল পাঠিয়েছে তারা। দুই সদস্যের নিরাপত্তা বিশেষজ্ঞের দল খতিয়ে দেখেছে পুরো আয়োজনের নিরাপত্তা ব্যবস্থা।
ফেব্রুয়ারি মাসে ত্রিদেশীয় সিরিজ আর তারপরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগেই নিউজিল্যান্ডের পক্ষ থেকে এই পরিদর্শন পর্ব। দেশটির ক্রিকেট বোর্ড নিরাপত্তা বিশেষজ্ঞ রেগ ডিকাসন এবং ক্রিকেটারদের সংস্থার প্রতিনিধি ব্র্যাড রডেনকে পাঠিয়েছে পাকিস্তানে। তারা করাচি এবং লাহোরের নিরাপত্তা খতিয়ে দেখছেন। ছাড়পত্র দিলে তবেই খেলতে যাবে নিউজিল্যান্ড। একইসঙ্গে গাদ্দাফি স্টেডিয়াম ও রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের পুরো নিরাপত্তা ব্যবস্থা নজরে রেখেছে।
একই সময়ে আইসিসি-র একটি দলও পাকিস্তানে গিয়েছে। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির সব প্রস্তুতি খতিয়ে দেখছে। করাচি হয়ে তারা লাহোর এবং রাওয়ালপিন্ডিতে যাবে। পাকিস্তান বোর্ডের এক কর্তা জানিয়েছেন, এটি নেহাতই ‘রুটিন’ পরিদর্শন। সব আইসিসি প্রতিযোগিতার আগেই এমন হয়ে থাকে।
ফেব্রুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যেকার সেই সিরিজ। সবকটা ম্যাচই হবে মুলতানে। চার ম্যাচের এই সিরিজে প্রতিটি দলই একবার করে একে-অন্যের মুখোমুখি হবে। ১৪ই ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হওয়ার কথা।
আরও পড়ুন
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক কোনো সূচি ঘোষণা করা না হলেও এখন পর্যন্ত প্রস্তাবিত প্রাথমিক সূচি জানাচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসির এই গ্লোবাল ইভেন্ট।
জেএ