মাঠে ফিরছে হকি, খেলবেন জিমিরাও
মওলানা ভাসানী স্টেডিয়ামে হকি টার্ফে প্রাণচাঞ্চল্য নেই অনেক দিন। এপ্রিল মাসে প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পর হকি টার্ফে প্রতিযোগিতামূলক খেলা হয়নি। দীর্ঘ সাত মাস পর বিজয় দিবস হকি দিয়ে খেলা ফিরছে দেশের হকির প্রাণকেন্দ্র মওলানা ভাসানী স্টেডিয়ামে।
৫ আগস্ট পরবর্তী পালাবদলে প্রভাব পড়েছে হকিতেও। ফেডারেশনের সাধারণ সম্পাদক মমিনুল হক সাঈদ আত্মগোপনে। ১৪ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ হকি ফেডারেশনে অ্যাডহক কমিটি প্রদান করেছে। সেই কমিটি বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে মাঠে হকি ফেরানোর চেষ্টা করছে। 'আমাদের লক্ষ্য হকি মাঠে রাখা। সেই লক্ষ্যে বিজয় দিবস দিয়ে শুরু। সামনে অন্যান্য প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা চলছে’, আজ বিকেলে হকি ফেডারেশনে সংবাদ সম্মেলনে বলেন লে কর্ণেল রিয়াজুল হাসান (অব)।
হকি স্টেডিয়ামের অবস্থান দেশের অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে। বায়ুদূষণ ও দীর্ঘ দিন পদচারণা না থাকায় টার্ফে জমেছিল ময়লা আস্তরণ। অ্যাডহক কমিটির কর্মকর্তাদের ভাষ্য, টার্ফে কয়েক ইঞ্চি ময়লা এবং পাশে ঘাসগুলো বেশ বড় হয়েছিল। এগুলো পরিষ্কার করতেই কয়েক সপ্তাহ সময় লেগেছে তাদের।
বিজয় দিবস হকিতে হকি ফেডারেশন আমন্ত্রণ জানিয়েছিল বিভিন্ন ক্লাব, সংস্থা ও জেলা দলগুলোকেও। সেখান থেকে মাত্র সাড়া এসেছে নৌ, সেনা, বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশের। পাশাপাশি হকির সুতিকাগার বিকেএসপির। এই সংস্থার বাইরে ও বিকেএসপির শিক্ষার্থী ছাড়াও অনেক হকি খেলোয়াড় রয়েছেন। পুষ্কর ক্ষিসা মিমো ও আরো কয়েকজন প্রতিষ্ঠিত হকি খেলোয়াড় কল্যাণ ঐক্য পরিষদ নামে দল গড়েছেন। ফেডারেশন তাদেরও খেলার অনুমতি দিয়েছে। এই প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন, 'আমরা চেয়েছি খেলোয়াড়রা খেলার সুযোগ পাক। এজন্য ফেডারেশনের অ্যাফিলিয়েটেড – নন অ্যাফিলিয়েটেড বিষয় বিবেচনা করা হয়নি। সকলের জন্যই উন্মুক্ত ছিল।'
ছয় দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। ৩০ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পৃষ্টপোষক প্যারাগন গ্রুপ।
বাংলাদেশ হকির সুপারস্টার রাসেল মাহমুদ জিমিসহ অনেক খেলোয়াড়কে হকি ফেডারেশন বহিষ্কার করেছিল। ঢালাও বহিষ্কারাদেশ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। তবে সেই সকল বহিষ্কারাদেশ এই টুর্নামেন্টের আওতার বাইরে ফেডারেশনের বর্তমান কমিটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, এটি বিজয় দিবস উন্মুক্ত টুর্নামেন্ট ঐ নিষেধাজ্ঞা এই টুর্নামেন্টে কার্যকর নয় পরবর্তীতে সভায় সেই সিদ্ধান্ত পর্যালোচনা হবে। রাসেল মাহমুদ জিমি আগামী কাল বাংলাদেশ নৌবাহিনীর হয়ে নামার প্রস্তুতি গ্রহণ করছেন।
নতুন কমিটিকে অনূর্ধ্ব-২১ হকি দল সুসংবাদ দিয়েছে। ইতিহাসে প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। আগামী বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। বাংলাদেশ হকি ফেডারেশন এজন্য অন্তত কমপক্ষে পাঁচ-ছয় মাসের ক্যাম্প করাতে চায় যুবাদের। সেজন্য প্রয়োজনীয় অর্থ সংস্থানের চেষ্টা করছেন কর্মকর্তারা। বর্তমান কমিটি স্বল্প তহবিলে দায়িত্ব গ্রহণ করেছে অন্য দিকে দেনার বোঝাও রয়েছে।
এজেড/এইচজেএস