‘মা কাঁদছিলেন’, টেস্ট দলে ডাক পেয়ে ১৯ বছরের কনস্টাস
চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন তিনি। ১৯ বছর বয়সী ওপেনার এবার সুযোগ পেয়ে গেলেন জাতীয় দলেও।
কনস্টাসের অভিষেকেরও জোর সম্ভাবনা রয়েছে। চলতি বছরই তিনি খেলেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। শেফিল্ড শিল্ডে দুই ইনিংসেই সেঞ্চুরি করে সর্বকনিষ্ট ক্রিকেটার হিসেবে রিকি পন্টিংয়ের পর নাম লিখিয়েছেন। এমনকি ভারতের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের হয়েও সেঞ্চুরি করেছেন তরুণ এই ব্যাটার।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া মেলবোর্ন টেস্টের একাদশে সুযোগ পেলে তিনি হয়ে যাবেন অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠ টেস্ট ক্রিকেটার এবং দেশটির সর্বকনিষ্ঠ ওপেনার।
দলে ডাক পাওয়ার মুহূর্তের বর্ণণা দিতে গিয়ে কনস্টাস বলেন, 'আমি নেটে ছিলাম এবং জর্জ বেইলির কাছ থেকে তখন কল পাই। তিনি জানান যে, আমি টেস্ট স্কোয়াডে আছি। সঙ্গে সঙ্গে আমার বাবা-মাকে কল দেই, খবরটি শুনে তারা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। মা কাঁদছিলেন, আমি না কাঁদার চেষ্টা করছিলাম। বাবা খুব গর্বিত। উত্থান-পতন মিলিয়ে অসাধারণ এক যাত্রা এটি, তাদের ত্যাগের জন্য আমি খুবই কৃতজ্ঞ।'
'দলের সবার সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছি, মিচেল মার্শ ছাড়া তাদের বেশিরভাগের সঙ্গেই আমার দেখা হয়েছে (শেফিল্ড) শিল্ডে খেলার সময়।'-যোগ করেন তিনি।
এইচজেএস