টাইব্রেকে গুরুকে হারিয়ে শিষ্য নীড় চ্যাম্পিয়ন
বাংলাদেশের দাবায় সম্ভাবনার নাম মনন রেজা নীড়। দেশের সর্বকনিষ্ঠ এই আন্তর্জাতিক মাস্টার এখন গ্র্যান্ডমাস্টার হওয়ার চেষ্টা করছেন। দাবা ফেডারেশনের অ্যাডহক কমিটি বিজয় দিবস আন্তর্জাতিক রেটিং টুর্নামেন্ট আয়োজন করেছে। সেই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন আন্তর্জাতিক মাস্টার ও বর্তমান জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়।
জাতীয় ক্রীড়া পরিষদের দাবা কোচ ও আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের ছাত্র মনন রেজা নীড়। গুরু-শিষ্যের ৯ খেলায় সমান আট পয়েন্ট ছিল। টাই-ব্রেকিং পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার নীড় চ্যাম্পিয়ন ও শাকিল রানার-আপ হয়েছেন।
সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া লাভ করেন তৃতীয় স্থান। সাত পয়েন্ট করেন ১২ জন খেলোয়াড়। পরে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ– পল্লী সঞ্চয় ব্যাংকের অনতা চৌধুরী, পঞ্চম– বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ, ষষ্ঠ– বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, সপ্তম– তিতাস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান, অষ্টম– মানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, নবম– বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, দশম– উত্তরা সেন্ট্রল চেস ক্লাবের তাশরিক সায়হান শান, একাদশ– বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, দ্বাদশ– সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের মো. নাসির উদ্দিন, ত্রয়োদশ– বাংলাদেশ আনসারের স্বর্নাভো চৌধুরী, চতুর্দশ– চঞ্চল কুমার ঘোশ এবং পঞ্চদশ– সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়ত উল্লাহ।
আজ নবম ও শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ফিদে মাস্টার মো. সাইফ উদ্দীনকে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ মোহাম্মদ শফিকুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার মো. শরীয়তউল্লাহ সারোয়ার হোসেন উল্লাসকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ মো. শরিফুল ইসলামকে, তাশরিক সায়হান শান খন্দকার আরাফাতকে, মো. নাসির উদ্দিন খন্দকার নজরে মাওলাকে পরাজিত করেন মো. মুতাকাব্বির। ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদের সঙ্গে ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম অনত চৌধুরীর সঙ্গে ড্র করেছেন।
খেলা শেষে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের এডহক কমিটির তিন সদস্য। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই ইভেন্টে ২৫০ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। বিজয়ীদের মধ্যে মোট নগদ দুই লাখ টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।
এজেড/এএইচএস