‘২০০ শতাংশ’ ফিট হলে শামিকে খেলাবে ভারত
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজেও মোহাম্মদ শামির সার্ভিস পাচ্ছে না ভারত। এই অভিজ্ঞ পেসারকে পেতে আর কত দিন অপেক্ষা করতে হবে তা এখন ভারতীয় সমর্থকদের বড় প্রশ্ন! রোহিত শর্মা অবশ্য জানিয়েছেন, পুরো ফিট হলেই তাকে মাঠে দেখা যাবে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর আর ভারতের জার্সিতে কোনো ম্যাচ খেলেননি শামি। অ্যাঙ্কেলের চোটে অস্ত্রোপচার করা হয়েছিল তার। সেই চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে এরই মধ্যে অবশ্য নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।
তবে এখনও পুরো ফিট নন শামি, এমনই ইঙ্গিত মিলেছে অধিনায়কের কথায়। শামির হাঁটুতে সমস্যার দিকে ইঙ্গিত করে ব্রিজবেন টেস্ট শেষে বুধবার ভারত অধিনায়ক বললেন, অভিজ্ঞ পেসারকে নিয়ে কোনো ঝুঁকি নেবেন না তিনি।
রোহিত বলেন, 'আমি বুঝতে পারছি, দেশে সে প্রচুর ক্রিকেটে খেলে এসেছে, কিন্তু তার হাঁটু নিয়ে কিছু সমস্যার কথাও এসেছে। আমরা যে জিনিসটা একেবারেই চাই না তা হলো, একজন খেলোয়াড় এখানে এলো এবং ম্যাচের মাঝপথে নিজেকে সরিয়ে নিল। এমন কিছু ঘটলে কী হয়, সবাই জানে।'
'যতক্ষণ আমরা ১০০ নয়, ২০০ শতাংশ নিশ্চিত না হবো, ততক্ষণ আমরা কোনো ঝুঁকি নেব না। এনসিএতে যারা আছে তারা যদি মনে করে, সে মাঠে নামতে, রিকেভার করতে এবং খেলতে প্রস্তুত, তাহলে তার জন্য দুয়ার খুলে যাবে। তাকে পেলে আমরা খুশি হব।'-যোগ করেন তিনি।
এইচজেএস