মেসিকে এক নম্বরে রাখার ব্যাখ্যা দিলেন বাংলাদেশ অধিনায়ক
ফিফা দ্য বেস্ট নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান ও রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। ফিফার অধিভুক্ত দেশগুলোর পুরুষ ফুটবল দলের অধিনায়ক, কোচ ও মিডিয়া প্রতিনিধির ভোটে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। বাংলাদেশের অধিনায়ক, কোচ ও সাংবাদিক কারোর তালিকাতে ভিনিসিয়ুস জুনিয়র এক নম্বরে ছিলেন না। সাংবাদিক রায়হান আল মুঘনির তিন জনের মধ্যেও নেই এই ব্রাজিলিয়ান।
বাংলাদেশ ফুটবল দলের নিয়মিত অধিনায়ক জামাল ভুইয়া। পারিবারিক কারণে নভেম্বর ফিফা উইন্ডোতে তিনি মালদ্বীপের বিপক্ষে খেলতে পারেননি। প্রথম ম্যাচে তপু বর্মণ ও পরের ম্যাচে সোহেল রানা অধিনায়ক ছিলেন। দ্বিতীয় ম্যাচে সোহেল রানা অধিনায়ক হওয়ায় বাফুফে সোহেল রানাকেই অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্টে ভোট দেয়ার সুযোগ দিয়েছেন।
জাতীয় ফুটবল দলে প্রায় এক যুগ ধরে খেলছেন সোহেল রানা। মাঝে মধ্যে আর্মব্যান্ড হাতে উঠেছে তার। এবার বছরের শেষ ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হওয়ায় তিনি ফিফা দ্য বেস্টে ভোট দিতে পেরেছেন। এমন সুযোগ পেয়ে নিজের মেধা ও অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগানোর চেষ্টা করেছেন, 'অধিনায়কত্ব অবশ্যই গর্বের। অধিনায়ক হিসেবে সারা বিশ্বের মধ্যে প্রতিনিধিত্ব করা আরো বেশি গৌরবের। ফুটবল ক্যারিয়ারে এমন একটি মুহূর্ত পাওয়ায় বেশ রোমাঞ্চিত ছিলাম। প্রতিটি ভোটই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ ভেবে-চিন্তেই ভোট প্রদান করেছি।'
প্রত্যেকে তিনটি ভোট দিতে পারেন। প্রথম ভোট যাকে দেবেন তিনি বেশি নম্বর পাবেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নম্বর ক্রমান্বয়ে কম। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সোহেল রানা বছরের সেরা ফুটবলারের প্রথম ভোট দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তী লিওনেল মেসিকে। এর পেছনে তার যুক্তি, 'ফিফা একটি মনোনয়ন তালিকা দিয়েছিল। সেই মনোনয়ন তালিকায় খেলোয়াড়দের জাতীয় দল, ক্লাবের অর্জন পারফরম্যান্স সবই ছিল। সেই দৃষ্টিতে মেসিকে আমি প্রথম এরপর ভিনিসিয়ুসকে দিয়েছি।’
মেসি সর্বককালের সেরা ফুটবলারদের একজন হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে তিনি ভিনিসিয়ুস, রদ্রিদের পেছনে। তাই মেসিকে মনোনয়নে প্রথমে রাখায় আলোচনাটা বেশি। এই প্রসঙ্গে বাংলাদেশের অধিনায়কের বক্তব্য, 'শুধু আমিই নই, ইতালির অধিনায়ক ও আরো অনেকেই মেসিকে নানা বিবেচনা করেই প্রথম রেখেছে।'
অনেক দিন থেকেই ফিফায় বছরের সেরা খেলোয়াড়, কোচ নির্ধারণে ভোট দিয়ে আসছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক রায়হান আল মুঘনি। তার তিন জনের মধ্যেই নেই ভিনিসিয়ুস। এর কারণ সম্পর্কে বলেন, 'রদ্রি ক্লাব ও জাতীয় দলে অত্যন্ত সফল ছিলেন। এজন্য তাকে এক নম্বরে স্থানে রেখেছি। ভিনিসিয়ুস জাতীয় দলে তেমন উজ্জল ছিলেন না।'
এশিয়ান ফুটবল কনফেডারেশনের বাংলাদেশের সাবেক প্রতিনিধি রায়হান আল মুঘনির টানা কয়েক বছর তার সেরা তিন ভোট দাতাই সেরা তিনে নির্বাচিত হয়েছিল। এ রকম বেশ কয়েকজনকে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খবরও প্রকাশ হয়েছিল। গতকালের সেরা নিয়ে তার পর্যবেক্ষণ, 'রদ্রি ইউরোপের সেরাও হয়েছে। ভিনিসিয়ুস সেই পুরস্কার না পাওয়ায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। তাই ফিফা ভোটে ভিনিসিয়ুসকে অনেকে এগিয়ে রেখেছিল।'
এজেড/এইচজেএস