বাংলাদেশের কাছে সিরিজ হার মানতে পারছেন না পাওয়েল
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে ১৩০ রানের সহজ সমীকরণ ছিল ওয়েস্ট ইন্ডিজের সামনে। বাংলাদেশি বোলারদের তোপে ১০২ রানেই থেমে গেছে স্বাগতিকদের ইনিংস।
২৭ রানে হেরে এরই মধ্যে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে ক্যারিবীয়রা। দলের এমন বিপর্যয় মেনে নিতে পারছেন না অধিনায়ক রভম্যান পাওয়েল।
১২০ বলে ১৩০ রানের লক্ষ্যমাত্রা পেরোতে না পারা নিয়ে ম্যাচ শেষে পাওয়েল বলেন, 'অবশ্যই, এই হার অবশ্যই দুশ্চিন্তার বিষয়। দুটি ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে একই ধরনের ভুল করেছি। এই জায়গায় মনোযোগ দিতে হবে। আজকের উইকেট বোলারদের জন্য আরও বেশি সহজ ছিল। প্রতিপক্ষের ১২৯ রান টপকাতে না পারা কোনোভাবেই ভালো নয়।'
একাদশে এদিনও কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। এ নিয়ে পাওয়েল বলেন, 'আমরা সাহস নিয়ে খেলতে চেয়েছিলাম, এ কারণেই একাদশে কোনো পরিবর্তন আনিনি। ছেলেরা তো ভুল থেকেই শিখবে। একাদশ পরিবর্তন করলেই উত্তর পেয়ে যাবেন এমন নয়। ছেলেরা ভুল করতে করতেই শেখে। সিলেকশনের সিদ্ধান্ত এত সহজে আসে না। সবাই মিলেই সিদ্ধান্ত নেওয়া হয় কে খেলবে কে খেলবে না।'
সিরিজের শেষ ম্যাচ সেন্ট ভিনসেন্টের দর্শকদের জন্য হলেও জিততে চায় ওয়েস্ট ইন্ডিজ, 'সেন্ট ভিনসেন্টের দর্শকদের ধন্যবাদ দিতেই হবে। তাদের একটি জয় প্রয়োজন। শেষ ম্যাচে তাদের জন্য আমরা লড়াই করব।'
এসএইচ/এফআই