আইসিসি থেকে সুখবর পেলেন শেখ মেহেদি
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের পর টি-টোয়েন্টিতে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ইতোমধ্যেই টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। যেখানে বল হাতে দলের সেরা পারফর্মার শেখ মেহেদি হাসান। তার এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে র্যাংকিংয়েও।
আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন শেখ মেহেদি। বর্তমানে তিনি ২৩ নম্বরে আছেন। সিরিজের প্রথম ম্যাচে ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। তার এমন বোলিংয়ে ১৪৭ রানের পুঁজি নিয়েও ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেনও। ক্যারিবিয়ান এই স্পিনার প্রথমবারের মতো টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠে এসেছেন। প্রথম ম্যাচে ১৩ রানে ২ উইকেট শিকার করেছিলেন তিনি।
তিন ধাপ এগিয়ে ৭০৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আকিল। দুইয়ে নেমে গেছেন আদিল রশিদ, তিনে নেমেছেন ভানিন্দু হাসারাঙ্গা।
এদিকে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থানে উঠেই যেন ফ্লপ হ্যারিব্রুক। হ্যামিল্টন টেস্টে ব্যর্থ হয়েছেন এই ইংলিশ ব্যাটার। এর প্রভাব পড়েছে তার র্যাংকিংয়েও। ব্রুককে সরিয়ে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করলেন জো রুট।
রুটকে সরিয়ে গত সপ্তাহে চূড়ায় উঠেছিলেন ব্রুক। তখন রুটের চেয়ে এক পয়েন্ট বেশি ছিল তার। এবার হ্যামিল্টনে ব্রুক ব্যর্থ। প্রথম ইনিংসে গোল্ডেন ডাক খেয়েছেন। আর দ্বিতীয় ইনিংসে এক রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ব্রুককে সরিয়ে আবার শীর্ষে উঠলেন রুট।
এইচজেএস