কিংসের দুর্গে এবার ফর্টিজের হানা
বসুন্ধরা কিংসের দুর্গ কিংস অ্যারেনা। গত মৌসুমে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান কিংসকে তাদের মাঠেই হারিয়েছিল। এবার ফেডারেশন কাপে কিংস অ্যারেনায় ফর্টিজ এফসি বসুন্ধরা কিংসকে ২-০ গোলে হারাল।
বসুন্ধরা কিংসের বর্তমান মৌসুমটা ভালো যাচ্ছে না। লিগে মোহামেডানের বিপক্ষে কুমিল্লায় হারের পর এবার ফেডারেশন কাপে হারল বসুন্ধরা। প্রথমবারের মতো দেশের সেরা দলটিকে হারিয়েছে ফর্টিজ। ম্যাচের ফল নির্ধারণী দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
ম্যাচের প্রথমার্ধে কিংস সুযোগ পেয়েও গোল করতে পারেনি। তাদের স্ট্রাইকার ফ্রান্সের জারেদ খাসা ছিলেন না এদিন। বিরতির পর ৪৭ মিনিটে পিয়াস আহমেদ নোভা ফর্টিজকে এগিয়ে নেওয়ার সুযোগ মিস করেন। ৭২ মিনিটেই অবশ্য লিড নেয় দলটি, গোলটি করেন উজবেকিস্তানের জাসুর জুমায়েভ। ভ্যালেরি রিসেনের কর্নারে ৬ গজের প্রান্তে থেকে লাফিয়ে উঠে এই ডিফেন্ডার বল জালে জড়িয়ে দেন। গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঝাঁপিয়ে পড়েও গোল ঠেকাতে পারেননি।
৫ মিনিট পর পিয়াস আহমেদ নোভার পাসে বক্সে ঢুকে মোহাম্মদ আব্দুল্লাহ বাঁ দিক থেকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল জড়াতে ভুল করেননি। এরপর কিংস ম্যাচে ফেরার চেষ্টা করেও পারেনি।
রেফারির শেষ বাঁশি বাজানোর পর ফর্টিজের খেলোয়াড়রা উল্লাসে মাতে। কিংসকে তাদেরই মাঠে হারানোর উদযাপন অনেকটা ট্রফি জয়ের মতোই করেছে ফর্টিজ। এ গ্রুপে কিংস দুই ম্যাচের একটিতে জয় ও আরেকটিতে পরাজিত। ফর্টিজের দুই ম্যাচে সংগ্রহ চার পয়েন্ট।
এজেড/এএইচএস