পিছিয়ে গেল সাফের বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট সূচি
২০২৫ সালের ফেব্রুয়ারিতে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট প্রায় পাঁচ মাস পিছিয়ে ১-১১ জুলাই নেয়া হয়েছে। সময় পেছালেও ভেন্যু বাংলাদেশেই রয়েছে। এতে বাফুফের পক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা পরিচালক করতে সহজ হলো।
নারী সাফ অনূর্ধ্ব-২০ এর আগে পুরুষ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। স্বাগতিক ভারত ঠিক থাকলেও এই টুর্নামেন্টের নতুন সূচি মে মাসের ৮ তারিখ থেকে ১৮ তারিখ পর্যন্ত। অনূর্ধ্ব-১৭ নারী ও বালক টুর্নামেন্টও পিছিয়েছে। এই দুই টুর্নামেন্টের স্বাগতিক ঠিক না হলেও সময় চূড়ান্ত হয়েছে। অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্ট ১৪ থেকে ২৪ সেপ্টেম্বর ও বালকদের টুর্নামেন্ট ১৭ থেকে ২৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
আজ সকালে সাফের কম্পিটিশন কমিটি ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়। সাফ বয়সভিত্তিক টুর্নামেন্ট করে এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রস্তুতির জন্য। এএফসির সূচি পরিবর্তন হওয়ায় সাফের সূচিতে পরিবর্তন এসেছে।
আগামী বছর পুরুষ সিনিয়র সাফ হওয়ার কথা। এই বিষয়টি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে ১০ জানুয়ারি সাফের নির্বাহী সভায়। এই সভা নেপালের কাঠমান্ডুতে হবে।
এজেড/জেএ