দিনের খেলা শুরু হতেই অস্ট্রেলিয়ার জন্য বড় দুঃসংবাদ
ব্রিসবেনে যতটা না খেলছে ভারত ও অস্ট্রেলিয়া, ঠিক ততটাই বোধকরি খেলছে বৃষ্টি। প্রথমদিনের খেলা মাঠে গড়িয়েছে ১৫ ওভারের কম। দ্বিতীয় দিনেও কেবল ক্রিকেট উপভোগ করতে পেরেছেন ভক্তরা। এরপর তৃতীয় দিনের প্রায় পুরোটা সময় ছিল দফায় দফায় বৃষ্টি। চতুর্থ দিনে সকালের সেশনেও হানা দিয়েছে সেই বৃষ্টি।
তবু যতটাই খেলা গড়িয়েছে, তার মাঝে ভারতের ব্যাটিং লাইনআপের চূড়ান্ত পরীক্ষা নিয়েছে অস্ট্রেলিয়ার পেস বোলিং ইউনিট। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউডরা তুলে নিয়েছেন ৫ উইকেট। তবে এরমাঝে ধাক্কাও খেতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ব্রিসবেন টেস্টের মাঝপথেই সরে যেতে হচ্ছে অজি বোলার জশ হ্যাজেলউডকে।
গতদিনই মূলত কাফ মাসলের ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছিল হ্যাজেলউডকে। যাওয়ার আগে পেয়েছিলেন বিরাট কোহলির গুরুত্বপূর্ণ উইকেট। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সময়ের সেরা এই ব্যাটারকে মোট ১১বার আউট করেছেন হ্যাজেলউড। চতুর্থ দিনে তবু মাঠে নেমেছিলেন তিনি। বল করেছেন কেবল এক ওভার। এরপরেই কাফ মাসলের সতর্কতার জন্য মাঠ থেকে উঠে যান তিনি।
— 7Cricket (@7Cricket) December 17, 2024
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাজেলউডকে চতুর্থ দিনের সকালেই হাসপাতালে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকেই জানা যাবে তার পরবর্তী অবস্থা সম্পর্কে। যদিও গ্যাবায় তার আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে। দলে থাকা বিকল্প পেসার মিচেল মার্শের অবস্থাও কিছুটা সঙ্গীন। কেবলই ইনজুরি থেকে ফিরেছেন। এখনও পুরো স্পেল বোলিং করার মতো ফিট নন মার্শ। এমন অবস্থায় এক পেসারের ঘাটতি নিয়েই চলতি টেস্টের বাকি দুই দিন পার করবে অস্ট্রেলিয়া।
হ্যাজেলউড পুরোপুরি সুস্থ না হলে বক্সিং ডে টেস্টে তাকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে অ্যাডিলেড টেস্টের পর আবার অজি দলে দেখা যাবে স্কট বোল্যান্ডকে। জশ হ্যাজেলউড সাইড স্ট্রেইনের কারণে মিস করেছিলেন সেই টেস্ট।
জেএ