স্বাধীন বাংলা ফুটবল দলের স্বাধীনতা পদকের আবেদন
বাংলাদেশের স্বাধীনতায় অবদান ছিল স্বাধীন বাংলা ফুটবল দলের। বিজয়ের ৫৩ বছরেও স্বাধীন বাংলা ফুটবল দল রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। সম্প্রতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাধীনতা পদক পুরস্কারে স্বাধীন বাংলা ফুটবল দলের জন্য আবেদন করেছে।
বিজয় দিবস উপলক্ষে বাফুফে প্রতি বছর প্রীতি ম্যাচ আয়োজন করে। আজ (সোমবার) বাফুফে ভবন সংলগ্ন টার্ফে লাল-সবুজ দলের ম্যাচ হয়েছে সাবেক জাতীয় ফুটবলারদের। সেই ম্যাচ দেখতে এসে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল স্বাধীন বাংলা ফুটবল দল প্রসঙ্গে বলেন, ‘স্বাধীন বাংলা ফুটবল দল বাংলাদেশের স্বাধীনতার অংশ। তাদের দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য বাফুফে আবেদন করেছে।’ জাতীয় ক্রীড়া পরিষদই (এনএসসি) মূলত স্বাধীন বাংলা ফুটবল দলের আবেদন প্রস্তুত করে। সেই আবেদনে বাফুফে সভাপতি বাফুফের পক্ষে স্বাক্ষর করেন।
দেশের বেসামরিক সর্বোচ্চ পদক স্বাধীনতা পুরস্কার। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু ও কাজী সালাউদ্দিন ব্যক্তিগতভাবে স্বাধীনতা পদক পেয়েছেন নব্বই দশকে। তারা দুই জন পেলেও অন্য কোনো সদস্য এবং দল হিসেবে রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি পায়নি। যদিও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য মুক্তিযোদ্ধার মর্যাদা পেয়েছেন ২০০৩ সালের গেজেটে।
দেশের নানা ক্ষেত্রে ভূমিকার জন্য স্বাধীনতা পদক প্রদান করা হয়। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজন ক্রীড়াবিদ ও সংস্থা এই পদক পেয়েছেন। মাঝে দেড় যুগ ক্রীড়াঙ্গন থেকে এই পুরস্কার পাননি কেউ। গত দুই বছর ক্রিকেটার রকিবুল হাসান ও অ্যাথলেট ফিরোজা খাতুন পেয়েছেন। এবার স্বাধীনতা পদকের জন্য আবেদন করেছেন কিংবদন্তি ক্রীড়াবিদ রাণী হামিদ, সাবেক তারকা ফুটবলার শেখ আসলাম ও টেবিল টেনিসের (টিটি) জোবেরা রহমান লিনু। সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানও আবেদন করেছে।
এজেড/এএইচএস