বৃষ্টিই কেবল বাঁচাতে পারে ভারতকে
বৃষ্টি কখনো ভোগান্তির, কখনো আবার পরম সৌভাগ্যের। এই যেমন ব্রিসবেনের আকাশে মেঘের ঘনঘটা দেখে আড়ালে খুশিই হতে পারে ভারত। বৃষ্টিবিঘ্নিত চলমান টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৫ রানের জবাবে স্কোরবোর্ডে মাত্র ৪৪ রান জমা করতেই চার উইকেট হারিয়ে ফেলেছে রোহিত শর্মার দল।
সফরকারীদের ব্যাটিং বিপর্যয়ের মাঝে এদিন বৃষ্টিই কার্যত ত্রাতা হয়ে আসলো যেন। দফায় দফায় বৃষ্টিতে তৃতীয় দিনে খুব একটা বল মাঠে গড়ায়নি। অস্ট্রেলিয়ার জয়ের পথে বাধা এখন বৃষ্টি, অন্যদিকে নড়বড়ে ব্যাটিংয়ে ভারতকে আশা দিতে পারেও সেই বৃষ্টি!
বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় তথা ব্রিসবেন টেস্টের প্রথম দিনের সিংহভাগ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মাঝে দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনে আজ সাকুল্যে খেলা হয়েছে ৩৩.১ ওভার। ব্রিসবেনে আগে থেকেই ৬৭ শতাংশ বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে প্রথম সেশনে খেলা হয়েছে গাব্বায়। শেষের তিন উইকেট হারিয়ে ৪৪৫ রানে থামে অজিরা।
রানের পাহাড় তাড়া করতে নেমে শুরু থেকেই বেসামাল হয়ে পড়ে ভারত। মিচেল স্টার্ক-জশ হ্যাজলউডের দাপটে ভারতের টপ অর্ডার কার্যত উড়ে যায়। খারাপ শটে উইকেট ছুড়ে দিয়ে আসেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। অতিরিক্ত আগ্রাসী শট খেলতে গিয়ে স্টার্কের শিকার হন দুই ব্যাটারই। দুজনের সংগ্রহ যথাক্রমে ৪ এবং ১ রান। তৃতীয় ওভারেই দুই উইকেট খোয়ায় ভারত।
মধ্যাহ্নভোজের আগে শেষ বলে আউট হন বিরাট কোহলি। নিজের পুরনো রোগেই হ্যাজলউডের বলে আউট হলেন তিনি। অফসাইডের বাইরের বল তাড়া করতে গিয়ে আলতো খোঁচা দেন কোহলি। বল গিয়ে জমা পড়ল কিপারের গ্লাভসে। ১৬ বল খেলে মাত্র তিন রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাটকে।
মধ্যাহ্নভোজের বিরতির পর থেকেই নাগাড়ে বৃষ্টি নামে ব্রিসবেনে। দফায় দফায় ভারি বর্ষণের জেরে বারবার খেলা বন্ধ করে দিতে হয়। প্রথম সেশন শেষ হওয়ার পরে সারাদিনে সাকুল্যে ১০ ওভার খেলা হয়েছে গাব্বায়। তাতেও এক উইকেট খোয়ায় ভারত। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে আউট হন ঋষভ পন্ত। চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে এই নিয়ে তৃতীয়বার পন্তকে প্যাভিলিয়নে ফেরালেন কামিন্স।
তবে উল্টো দিকে একের পর এক উইকেট পড়তে থাকলেও ক্রিজ কামড়ে টিকে থেকেছেন রাহুল। ৬৪ বল খেলে ৩৩ রান করেছেন, ওপেন করতে নেমে। চারটি বাউন্ডারিও মারেন তিনি। তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৫১। রাহুলের সঙ্গে ক্রিজে রয়েছেন রোহিত শর্মা।
চতুর্থ দিনে আবহাওয়া কেমন থাকবে?
ম্যাচের চতুর্থ দিনও কি ব্রিসবেনের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামীকালও স্থানীয় সময় সকালের কয়েক ঘণ্টা ব্রিসবেনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের পরের দিকে বেশি বৃষ্টি নাও হতে পারে। মঙ্গলবার সারা দিনে ১০.১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আকাশের ৮৮ শতাংশ থাকবে মেঘাচ্ছন্ন। হাওয়ার গতিবেগ থাকতে পারে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ৩২ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফলে নির্দিষ্ট সময় খেলা শুরু করা নিয়ে আশঙ্কা থাকছে। ৯০ ওভার খেলা হওয়াও অনিশ্চিত।
এফআই