লিটনের গোল্ডেন ডাক, পাওয়ারপ্লেতেই বিপর্যয়ে বাংলাদেশ
এ যেন ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচের পুনরায় মঞ্চায়ন। তানজিদ হাসান তামিমের সঙ্গে ফের একই ওভারে আউট হলেন লিটন কুমার দাস। আগেরবার লিটন একটা বল বাড়তি খেলতে পেরেছিলেন। তবে প্রথম টি-টোয়েন্টিতে একেবারে গোল্ডেন ডাক হজম করতে হয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টির ভারপ্রাপ্ত অধিনায়ককে। আকিল হোসেইনের জোড়া আঘাতে ভাল শুরুর পর ফের নড়বড়ে বাংলাদেশের স্কোরকার্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩২ রান।
শুরুটা একেবারেই মন্দ ছিল না বাংলাদেশের। প্রথম ওভারেই এসেছিল এক বাউন্ডারি। সেটা ইনফর্ম সৌম্য সরকারের কারণে। পরের ওভারে ওবেদ ম্যাককয়কে বাউন্ডারি হাঁকিয়েছেন তানজিদ তামিম। তৃতীয় ওভারেই আসে আঘাত। আকিল হোসেইনের গুড লেন্থের বলে সুইং মিস করেছেন। শুরু থেকেই ভুগতে থাকার পর ১১ বলে ৬ রান করে আউট হলেন এই ব্যাটার।
পরের বলেই আকিল হোসেইনকে ফিরতি ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন নিজেও। সেই ওভারে আর কোন রানও আসেনি। জোড়া উইকেটের সঙ্গে মেইডেন ওভার পেয়েছেন উইন্ডিজের অফ-স্পিনার।
আলজারি জোসেফের পরের ওভার থেকে সৌম্য নিয়েছেন মোটে ১ রান। পাওয়ারপ্লের শেষ ওভারে রস্টন চেজের বলে আউট হয়েছেন আফিফ হোসেনও। ওভারের শুরুর বলেই রিভার্স সুইপে বাউন্ডারি পেয়েছিলেন সৌম্য। আফিফও সেই একই শট খেলতে গিয়ে বাড়িয়েছেন দলের বিপদ। ওভারের শেষ বলে আম্পায়ারের সিদ্ধান্তে অবশ্য আউট হয়েছিল সৌম্য নিজেও। বেঁচেছেন রিভিউ নিয়ে।
জেএ