পূর্ব তিমুর-বাংলাদেশ ফুটবল সেতুবন্ধনের প্রয়াস
বাংলাদেশ সফর করছেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হর্তা। তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল। দুই দেশের ফুটবল নিয়ে খানিকটা আলাপও হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘সাধারণ আলোচনার পাশাপাশি ফুটবল নিয়েও কথা হয়েছে। বাংলাদেশ ও তিমুরলেস্তে (পূর্ব তিমুর) ফুটবলে এক সঙ্গে কাজ করতে পারে। দুই দেশের ফুটবলের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয় আলোকপাত হয়েছে।’
পুরুষ ও নারী উভয় ফিফা র্যাংকিংয়ে তিমুরলেস্তে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে দুই বার টানা চ্যাম্পিয়ন। তাই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুর ( তিমুরলেস্তে) নারী ফুটবলে সহযোগিতায় আগ্রহী বাফুফে, ‘বাংলাদেশ তিমুরলেস্তের মহিলা ফুটবল উন্নয়নে সহযোগী অংশীদার হতে পারে’– বলেন তাবিথ আউয়াল।
বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফা, মহাদেশীয় ফুটবল কনফেডারেশ এএফসি ছাড়াও বিভিন্ন দেশ পারস্পরিক সম্পর্কের আওতায় ফুটবল উন্নয়নে সহযোগিতা করে। বাংলাদেশ দীর্ঘদিন থেকে জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে সহায়তা পেয়ে আসছে। কাতার, সৌদি ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল দলকে আবাসিক অনুশীলনের সুযোগ-সুবিধা প্রদান করছে সাম্প্রতিক সময়ে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ফুটবল সংগঠকের পাশাপাশি ব্যবসায়ী ও রাজনীতিবিদও। তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির আন্তর্জাতিক উপ কমিটির সদস্যও। পূর্ব তিমুরের সভাপতির সঙ্গে আজ সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে বিএনপির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ব্রাদার্স ইউনিয়নের আহ্ববায়ক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও।
এজেড/জেএ