হেড-স্মিথের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ছুটছে অস্ট্রেলিয়া
ব্রিসবেনের গ্যাবায় প্রথমদিন ভারত-অস্ট্রেলিয়ার কাউকেই চোখ তুলে তাকাতে দেয়নি বৃষ্টি। মুষলধারে হওয়া বৃষ্টিতে খেলা হয়েছিল মাত্র ১৩.২ ওভার। আজ (রোববার) দ্বিতীয় দিনে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ভারতকে পেলেই যে জ্বলে উঠেন ট্রাভিস হেড, অ্যাডিলেডের পর তিনি এবার টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথও।
জোড়া সেঞ্চুরিতে তৃতীয় টেস্টে ভারতের বিপক্ষে বড় সংগ্রহের পথেই ছুটছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ ৪ উইকেটে ৩১৮ রান। স্মিথ সেঞ্চুরির পর ফিরলেও, হেড অপরাজিত থেকে দলীয় পুঁজি বড় করার লক্ষ্যে ব্যাট করছেন।
ভারতীয় পেসার আকাশ দ্বীপের বল ফাইন লেগে ঠেলে দিয়ে সিঙ্গেল রান নিতেই দীর্ঘ অপেক্ষার অবসান হলো স্মিথের। দুই হাত প্রসারিত করে তিনি দর্শকদের অভিবাদনের জবাব দিয়ে সজোরে ব্যাট দিয়ে বাতাসে আঘাত করে তারই উল্লাসে মাতেন। ২৬ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। যা সাদা পোশাকে সাবেক অজি অধিনায়কের ৩৩তম সেঞ্চুরি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ ম্যাজিক ফিগারও। ৪১ সেঞ্চুরি নিয়ে তাদের মধ্যে সবার ওপরে আছেন কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং।
এ ছাড়া বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে স্মিথ সেঞ্চুরির দিক থেকে আছেন দুইয়ে। তার সামনে আছেন কেবল দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ড ব্যাটার জো রুট (৩৬)। এ ছাড়া কেইন উইলিয়ামসন ৩২ ও বিরাট কোহলি ৩০ সেঞ্চুরি নিয়ে টেস্ট তালিকায় (বর্তমান ক্রিকেটার) তাদের পরের অবস্থানে আছেন। এদিন স্মিথ সেঞ্চুরি পূর্ণ করেন ১৮৩ বলে। ১২টি চারের মারে তিনি ১০১ রান করে আউট হয়েছেন।
অন্যদিকে, ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেওয়া ট্রাভিস হেড ম্যাজিক ফিগারে পৌঁছান ১১৫ বলে। ব্যক্তিগত মাইলফলক গড়ার পথে তিনি ১৪টি চার মেরেছেন। তার সেঞ্চুরির পরই ভারত দ্বিতীয় টেস্ট অ্যাডিলেডে বড় ব্যবধানে হেরেছিল। এই ম্যাচের আগে হেড ভারতের বিপক্ষে গ্যাবায় তিনটি ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন। আজ সেই হতাশা ঝেড়ে ফেলেছেন দুর্দান্ত এক সেঞ্চুরিতে।
২৮ রানে প্রথমদিন শেষ করা অস্ট্রেলিয়া আজ দিনে চতুর্থ ওভারেই ওপেনার উসমান খাজাকে হারায়। সিরিজে রানখরায় ভোগা এই অজি ওপেনারকে এদিন ২১ রানে রিষাভ পান্তের হাতে তালুবন্দি করেছেন জাসপ্রিত বুমরাহ। ৭ রানের ব্যবধানে আরেক ওপেনার নাথান ম্যাকসুয়েনিও (৯) আউট হন এই ভারতীয় পেসারের বলে। পরে মার্নাস লাবুশেনকে ১২ রানে ফিরিয়ে বুমরাহ’র দলে নাম লেখান তরুণ পেসার নিতীশ কুমার রেড্ডি। ৭৫ রানে ৩ উইকেট হারানো অজিদের পথ দেখানোর পথে স্মিথ-হেড মিলে ২৪১ রানের জুটি গড়েন।
এএইচএস