মাঠে ফিরেই শান্ত’র ঝোড়ো ইনিংস
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে গত ৯ নভেম্বর ইনজুরিতে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ওই সিরিজের শেষ ওয়ানডের পর পুরো ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই তিনি ছিটকে যান। এরই মাঝে শান্ত মাঠে ফিরেছেন টি-টোয়েন্টি ফরম্যাটের ন্যাশনাল ক্রিকেট লিগে (এনসিএল)। ২২ গজে নেমেই তিনি ঝোড়ো ব্যাটিং করেছেন, যদিও ফিরেছেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রেস রিহার্সাল হিসেবে চলছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে নিজ বিভাগ রাজশাহীর হয়ে নাম লেখালেও আগের ম্যাচগুলোয় তিনি একাদশে ছিলেন না। প্রথম দুই ম্যাচে রাজশাহীর ডাগআউটে দেখা যায় শান্তকে। মাঠে কখনও পানি নিয়ে গিয়েছেন, আবার ফিল্ডিং করেছেন বদলি ক্রিকেটার হিসেবে। অবশেষে দলের তৃতীয় ম্যাচে আজ (শনিবার) একাদশে ফিরলেন এই ওপেনিং ব্যাটার।
৩৪ দিন পর আবারও মাঠে ফিরে দেখেশুনে শুরুটা করলেন শান্ত। বরিশাল বিভাগের বিপক্ষে রাজশাহীর হয়ে ওপেনিংয়ে নেমে করেছেন ৮১ রান। ৫৪ বলের ইনিংসে টাইগার অধিনায়ক ৫টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। এক মাসেরও বেশি সময় পর শান্ত’র মাঠে ফেরাটা হলো তৃপ্তির। যদিও সেঞ্চুরি না পাওয়ায় প্যাভিলিয়নে ফেরার পথে তাকে হতাশই দেখা গেছে।
আরও পড়ুন
শান্ত ছাড়াও হাবিবুর রহমান সোহানের ৪৭ (৩৩ বল) ও সাব্বির হোসেনের ২৩ (১১ বল) রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে রাজশাহী ৫ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করেছে। অন্যদিকে, বরিশালের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন মঈন খান ও মেহেদি হাসান।
এর আগে আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলার সময় চোটে পড়েছিলেন শান্ত। শট কাভারে ফিল্ডিং করতে গিয়ে কুচকিতে ব্যথা পেয়ে তিনি মাঠ ছেড়েছিলেন। পরে ম্যাচের বাকিটা সময় অধিনায়কত্ব করেন মেহেদী হাসান মিরাজ। এরপর সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজেও পুরোপুরি চোটমুক্ত না হওয়ায় বিসিবি শান্তকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি। যে কারণে গত মাস থেকেই পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে ছিলেন তিনি। মিরপুর শের-ই বাংলার মাঠে প্রতিদিন ফিটনেস কিংবা রানিং করতে দেখা যেত।
এসএইচ/এএইচএস