ব্রাদার্স ও ফর্টিজের জয়
প্রিমিয়ার ফুটবল লিগে আজ নিজ নিজ ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ও ফর্টিস এফসি জয় পেয়েছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম ব্রাদার্স ইউনিয়ন ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে ও গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিজ এফসি ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারায়।
মুন্সিগন্জে ব্রাদার্সের সেনেগালের চিক সেনে একাই দুই গোল করেন। ম্যাচের ১৪ মিনিটে সেনে প্রথম গোল করেন। শেষ মিনিটে সেনে বক্সে প্রবেশ করে গোলরক্ষককে কাটিয়ে গোল করে ব্রাদার্সের জয় সুনিশ্চিত করেন।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফর্টিস এফসি ওমর সারের ৫২ মিনিটের গোলে লিড নেয়। জাতীয় দলে অভিষেক হওয়া স্ট্রাইকার পিয়াস আহমেদ নোভা ৫৭ ও ৮৫ মিনিটে জোড়া গোল করে দলকে বড় জয় এনে দেন।
ব্রাদার্স ইউনিয়ন তিন ম্যাচে দ্বিতীয় জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট পক্ষান্তরে চট্টগ্রাম আবাহনী টানা তৃতীয় হার। ফর্টিস তিন ম্যাচে প্রথম জয়ে চার পয়েন্ট আর ইয়ংমেন্সের টানা তৃতীয় হার।
আগামীকাল কুমিল্লায় দেশের দুই ঐতিহ্যবাহী দল ঢাকা আবাহনী ও মোহামেডান মুখোমুখি হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচ বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে রহমতগঞ্জের বিপক্ষে।
এজেড/এফআই