চ্যাম্পিয়ন্স ট্রফি এখন মিরপুরে
চ্যাম্পিয়ন্স ট্রফির মূল টুর্নামেন্ট শুরু নিয়ে জটিলতা থাকলেও মাঠের বাইরে ট্রফি ট্যুরের কার্যক্রম এখন পর্যন্ত চলছে নির্ধারিত সূচি মেনেই। আর তারই সুবাদে বাংলাদেশে তিনদিনের জন্য এসেছে মিনি বিশ্বকাপখ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।
বাংলাদেশ ভ্রমণের শুরুতেই প্রথমদিনে সমুদ্রের শহর কক্সবাজারে ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর গতকাল বসুন্ধরা শপিং সেন্টারে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। আর আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ট্রফি এসেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।
দুপুর ১২টা থেকে ট্রফি রাখা হয়েছে মিরপুর স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের সামনে। তবে দেখা যায়নি ক্রিকেটারদের, কেননা এনসিএল এবং জাতীয় দলের খেলা থাকায় ঢাকাতে নেই ক্রিকেটাররা। বেলা ৩টা পর্যন্ত ট্রফি থাকবে এখানে।
ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করার কথা আজ রাতেই। আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় থাকবে ট্রফিটি। এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড ঘুরে আগামী ১৫ জানুয়ারি ট্রফি যাবে ভারতে।
এসএইচ/এইচজেএস