বছরে তৃতীয়, ক্যারিয়ারে ১৫তম– ডাক মেরে লিটনের লজ্জার রেকর্ড
আরও একটা বার ডাক মেরে ফিরতে হলো লিটন দাসকে। হতাশ হয়ে বাংলাদেশের এই ব্যাটার ফিরছেন ড্রেসিংরুমে এটা অন্তত এই বছরে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের জন্য চেনা চিত্র। ২০২৪ সালে লিটন কুমার দাস খেলেছেন ৫ ওয়ানডে। যার মধ্যে ৩টিতেই মেরেছেন ডাক। বাকি দুই ম্যাচের একটিতে করেছেন ২ রান। অন্যটিতে ৪।
বছরের শুরুতেই নতুন বলে ব্যর্থতার কারণে তাকে শ্রীলংকা সিরিজের মাঝপথে ফিরিয়ে আনা হয়। পাঠানো হয় আবাহনীর হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে। সেখানেও লিটন খুব একটা ছন্দে ছিলেন না। ছন্দহীন সেই অবস্থাতেই শেষ করছেন বছরটা। ২০২৪ সালের শেষ ওয়ানডে ম্যাচে আলজারি জোসেফের বলে ব্রেন্ডন কিংকে ক্যাচ দিয়ে আউট হলেন লিটন।
বছরের তৃতীয় ডাকের পাশাপাশি লিটন নিশ্চিত করেছেন নিজের ১৫তম ডাক। বাংলাদেশের হয়ে তারচেয়ে দ্রুত এমন ব্রিবতকর অবস্থায় আর কাউকে পড়তে হয়নি। বাংলাদেশের হয়ে ১৫ বা এরচেয়ে বেশি ডাক মেরেছেন মোট ৫জন। লিটন ছাড়া এই লিস্টে আছেন তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক এবং হাবিবুল বাশার সুমন। তবে ওয়ানডেতে ১৫ ডাক হজম করতে মাশরাফি-রফিকের চেয়েও কম সময় নিয়েছেন লিটন (৯৩ ইনিংস)।
চলতি বছর লিটনের ডাক ৩টি। এই তালিকায় জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি, শ্রীলঙ্কার আভিস্কার ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিট। যদি তালিকায় লিটন আর তার সঙ্গীরা খানিক পিছিয়ে। সর্বোচ্চ ৫টি শূন্য সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিকীর। ১০ ইনিংসের ৫টিতেই রানের খাতা খোলার আগে ফেরেন আরব আমিরাতের এই ব্যাটার।
আরও পড়ুন
লিটন দাস শেষ করে দুই অঙ্কের ঘরে রান করেছিলেন– এমন প্রশ্নের উত্তরে আপনাকে ফিরে যেতে হবে ২০২৩ সালের ডিসেম্বরে। ১৭ই ডিসেম্বর ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ২২ রান। আর ফিফটির জন্য পেছাতে হবে আরও দুই মাস। ১৯ অক্টোবর বিশ্বকাপে ভারতের বিপক্ষে করেছিলেন ৬৬ রান। আর সেঞ্চুরি! ২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে শেষবার সেঞ্চুরি ছিল তার।
জেএ