৯ রানেই নেই বাংলাদেশের ২ উইকেট
বছরের শেষ ওয়ানডে ম্যাচে এসেও বদলাল না চিত্র। ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে মান বাঁচানোর ম্যাচেও বাংলাদেশের টপঅর্ডারে নেমেছে ধস। স্কোরকার্ডে ৯ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফিরেছেন তানজিদ তামিম এবং লিটন দাস। আলজারি জোসেফের এক ওভারেই দুজনে ফিরেছেন ডাক মেরে। ক্রিজে আছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং আরেক ওপেনার সৌম্য সরকার।
মান বাঁচানোর ম্যাচে প্রথম ওভারেই স্লিপে সহজ এক ক্যাচ তুলে দিয়েছিলেন সৌম্য সরকার। যদি ফার্স্ট স্লিপে থাকা ব্রেন্ডন কিং নিতে পারেননি সেটা। দুই হাতে নিয়েও ফেলে দিয়েছেন কিং। জীবন পেয়ে যান সৌম্য। কিন্তু সুসময় বেশিক্ষণ স্থায়ী হলো না টাইগারদের। তৃতীয় ওভারে আলজারি জোসেফের বলে অনেকটা বাইরের বলে কাট করতে চেয়েছিলেন লিটন। এদফায় ব্রেন্ডন কিং ঠিকই বল লুফে নেন।
এর ঠিক দুই বল আগেই অবশ্য ফিরেছেন এই সিরিজে রানে থাকা ব্যাটার তানজিদ তামিম। আগের দুই ম্যাচে বেশ ভাল খেললেও এই ম্যাচে ফিরেছেন ডাক মেরে। তৃতীয় ওভারেই জোসেফের করা দ্বিতীয় বলে পুল শট করতে গিয়ে বল ওপরে তুলে রাদারফোর্ডের সহজ ক্যাচে পরিণত হয়েছেন জুনিয়র তামিম।
অধিনায়ক মিরাজ ক্রিজে এসেই খানিক আগ্রাসী হওয়ার আভাস দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত করেছেন ১৭ রান। সৌম্য অপরাজিত ৯ রানে। ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।
জেএ