চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পেছাল পিএসএল, ড্রাফট ১১ জানুয়ারি
জানুয়ারি-ফেব্রুয়ারিতেই এতদিন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) মাঠে গড়াতো। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় এবং এই টুর্নামেন্টের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।
ক্রিকেটীয় মান, প্রচারণা কিংবা বিদেশি ক্রিকেটারদের উপস্থিতিতে সবশেষ কয়েক বছরে সবার নজর কেড়েছে পিএসএল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কিংবা অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের সঙ্গে খানিকটা সময় সাংঘর্ষিক হলেও বিদেশি ক্রিকেটার পেতে খুব বেশি সমস্যা হতো না পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের।
তবে এবার আইপিএলের সূচির সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে পিএসএলের সূচি। তাই এই সময়ে পিএসএল আয়োজনে তারকা বিদেশি ক্রিকেটার পেতে বিপাকে পড়তে হতে পারে তাদের। ফলে তারকা ক্রিকেটার না পাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের মনে।
এমন অবস্থায় আইপিএলের এবারের মেগা নিলামে দল না পাওয়া বিদেশিদের উপর ভরসা করছেন তারা। ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটাররা আলো ছড়াতে পারেন এবারের পিএসএলে।
২০২৬ সাল থেকে আরও দুটি দল যুক্ত হবে পিএসএলে। ফলে টুর্নামেন্টের উইন্ডো বড় করতে হবে পিসিবিকে। আইপিএলের সময়ে আয়োজন করতে তা সহজ হবে তাদের জন্য।
এইচজেএস