রিয়ালে ফেরার বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য মরিনিয়োর
ফেনারবাচের প্রধান কোচ জোসে মরিনিয়ো বলেছেন, তিনি রিয়াল মাদ্রিদে আবারও ফেরার সম্ভাবনা দেখছেন না। ৬১ বছর বয়সী এই পর্তুগিজ কোচ ২০১০-১৩ সালে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে দাঁড়িয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতিয়েছিলেন।
রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফেরার প্রসঙ্গে মরিনিয়ো জানান, ‘আমি সবসময়ই রিয়াল মাদ্রিদের বড় ভক্ত। তাদের বর্তমানে বিশ্বের সবচেয়ে সেরা কোচ রয়েছে, আমার বন্ধু কার্লো (আনচেলত্তি)। সে অনেক ভালো করছে। ভবিষ্যৎ নির্ভর করছে ক্লাবের প্রেসিডেন্ট (ফ্লোরেন্তিনো পেরেজ) কী চান, তার ওপর। যদি তিনি বড় প্রজেক্টে জাভির (আলোনসো) মতো কোনো তরুণ কোচকে চান কিংবা কার্লোর মতো একই লাইনের কাউকে, যার অভিজ্ঞতা রয়েছে। কিংবা যুব (মাদ্রিদের রিজার্ভ কোচ) দলকে প্রশিক্ষণ দেওয়া রাউল অথবা আরবেওলার মতো লোকদের, এটি তার ওপর নির্ভর করছে।’
রিয়াল মাদ্রিদের সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ও বর্তমানে লেভারকুসেন কোচ আলোনসোকে ক্লাবটির পরবর্তী কোচ করার বিষয়টি বিবেচনায় রয়েছে। তাকেই আনচেলত্তির উত্তরসূরি হিসেবে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে সেটি করতে ইতালিয়ান কোচ আনচেলত্তির সঙ্গে সম্পর্কে ইতি টানতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের। ৬৫ বছর বয়সী এই কোচের সঙ্গে রিয়ালের দ্বিতীয় মেয়াদে চুক্তি রয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত।
অন্যদিকে, ইতালিয়ান ক্লাব রোমার কোচিং থেকে বরখাস্ত হওয়ার ৬ মাস পর তুরস্কের ফেনারবাচের দায়িত্ব নেন মরিনিয়ো। আনচেলত্তির পর রিয়ালের কোচ কে হবেন, সে বিষয়ে সভাপতি পেরেজ সঠিক সিদ্ধান্তই নেবেন বলে বিশ্বাস পর্তুগিজ মাস্টারমাইন্ডের। মরিনিয়ো বলছেন, ‘মাদ্রিদের হয়ে ফ্লোরেন্তিনো (পেরেজ) খুব বেশি ভুল সিদ্ধান্ত নেননি। আমি মাদ্রিদভক্ত হিসেবে নিশ্চিত যে, তার পরবর্তী সিদ্ধান্তও সঠিক হতে যাচ্ছে।’
আরও পড়ুন
চলতি মৌসুমে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ কোথাও–ই সুবিধাজনক অবস্থানে নেই রিয়াল। যদিও বার্সেলোনার দুই পয়েন্ট পরই লা লিগার দুইয়ে অবস্থান তাদের। অন্যদিকে, চ্যাম্পিয়ন্স লিগের আগের চার ম্যাচে তিনটিতে হারা রিয়াল নিজেদের শেষ ম্যাচে আতালান্তাকে গতকাল ৩-২ গোলে হারিয়েছে। ফলে টেবিলের ১৮ নম্বরে উঠে আসে আনচেলত্তির দলটি। এখন বাকি দুই ম্যাচ, সেই দুটি জিতে সেরা আটের মধ্যে থাকতে পারলে সরাসরি রাউন্ড অব সিক্সটিনে চলে যাবে রিয়াল।
এর আগে নভেম্বরের শুরুতে জয়ের জন্য বেশ ভুগতে থাকা রিয়ালের দায়িত্ব থেকে আনচেলত্তিকে সরিয়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন শুরু হয়। ওই সময় এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের পর তারা ইন্টার মিলানের কাছে হেরে যায় ইউসিএলের ম্যাচে। তারই রেশ ধরে স্প্যানিশ গণমাধ্যম মার্কার সূত্রে গোল ডট কম জানিয়েছিল, মৌসুমের মাঝপথেই অ্যানচেলত্তিকে বিদায় করতে পারে। সেক্ষেত্রে কে বিকল্প হবেন, তাও জানিয়েছে এই গণমাধ্যম। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেসকেই পরবর্তী কোচ হিসেবে দেখছে তারা। এক্ষেত্রে অন্য নাম সান্তিয়াগো সোলারি।
এএইচএস