উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলা টাইগার্স, একাদশে সাব্বির
আজ থেকে শুরু হচ্ছে লঙ্কা টি-টেন। আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বাংলা টাইগার্স হাম্বানটোটা। এই দলের একাদশে আছেন বাংলাদেশের সাব্বির রহমান।
পাল্লেকেলেতে জাফনা টাইটান্সের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিং করবে বাংলা টাইগার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪ টায়।
বাংলা টাইগার্স হাম্বানটোটা :
শেনন ডেনিয়েল, মোহাম্মদ শাহজাদ, কুশল পেরেরা(উইকেটরক্ষক), সাহান আরাচ্চিগে, সাব্বির রহমান, দাসুন শানাকা(অধিনায়ক), ধনাঞ্জয়া লক্ষ্মণ, ইসরু উদানা, রিচার্ড গ্লিসন, ঈশান মালিঙ্গা ও বিজয়কান্ত বিয়াসকান্থ।
জাফনা টাইটান্স :
টম কোহলার ক্যাডমোর(উইকেটরক্ষক), নুয়ানিন্দু ফার্নান্দো, পবন রত্নায়েকে, চারিথ আসালঙ্কা, জানিথ লিয়ানাগে, ডেভিড ভিসা(অধিনায়ক), ডোয়াইন প্রিটোরিয়াস, মাইশা থারুপাঠি, ত্রিভিন ম্যাথিউ, প্রমোদ মাদুশান, মোহাম্মদ আমির।
এইচজেএস