কিংসকে হারানো মোহামেডানকে হারাল রহমতগঞ্জ
দিন চারেক আগেই দশ জনের দল নিয়ে বসুন্ধরা কিংসকে হারিয়েছিল মোহামেডান। সেই মোহামেডান আজ ফেডারেশন কাপে বসুন্ধরা কিংস অ্যারেনায় রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে হেরেছে।
পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ চলতি মৌসুমের শুরুটা দারুণ করেছে। লিগের প্রথম দুই ম্যাচে অপরাজিত। তৃতীয় ম্যাচে ঐতিহ্যবাহী ও তাদের তুলনায় শক্তিশালী মোহামেডানকে হারিয়েছে।
রহমতগঞ্জ ম্যাচ জিতলেও খেলায় প্রাধান্য ছিল মোহামেডানের। মোহামেডানের বিদেশি ফরোয়ার্ডরা ম্যাচ জুড়ে কয়েকটি নিশ্চিত গোলের সুযোগ মিস করেছেন। রহমতগঞ্জের গোলরক্ষক মামুন আলিফ একাই কয়েকটি দুর্দান্ত সেভ করেন। ১৩ মিনিটে জিসানের ক্রসে বোয়েটাংয়ের হেড গোলরক্ষক মামুন ডান দিকে ঝাঁপিয়ে পড়েন। দুই মিনিট পর সানডের ভাসিয়ে দেওয়া বলে বোয়েটাংয়ের হেড গোলকিপার বসে পরে সেভ করেছেন।
দ্বিতীয়ার্ধেও মোহামেডান আক্রমণ অব্যাহত রাখে। ৬৯ মিনিটে মুজাফফরভের জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৫ মিনিটে বক্সের ভেতর থেকেও ইমানুয়েল সানডে শট নিতে পারেননি। মোহামেডান কয়েক দফা ব্যর্থ হলেও ৮৩ মিনিটে গোল পায় রহমতগঞ্জ। বক্সে প্রবেশ করে রাজন হাওলাদার কাটব্যাক মোহামেডানের ডিফেন্ডার প্রতিহত করেন। ফিরতি বলে কোনাকুনি শটে রাজন বলে জালে পাঠান।
গোলে পিছিয়ে পড়ার দুই মিনিট পর খেলোয়াড় সংখ্যায় পিছিয়ে পড়ে মোহামেডান। রহমতগঞ্জের বিদেশি ফুটবলার মোস্তফা কারবাহার সঙ্গে বাক্য বিনিময়ে মেজাজ হারিয়ে মোহামেডানের শান্ত মুখে আঘাত করেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান। কিংসকে কুমিল্লায় দশ জন নিয়ে এক গোল দিয়ে পরাজিত করা মোহামেডান আজ আর খেলায় ফিরতে পারেনি। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। কিংস অ্যারেনায় এই মৌসুমের দুই ম্যাচেই হারল সাদা-কালো দল।
এজেড/এফআই