হকি দলকে ২০ লাখ, ক্রিকেটের চ্যাম্পিয়নদের জন্য বরাদ্দ অর্ধ কোটি
বাংলাদেশ প্রথম বারের মতো হকিতে যে কোনো পর্যায়ে বিশ্বকাপ খেলবে। ওমান থেকে বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফেরা বাংলাদেশ অ-২১ দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টা ২০ লাখ টাকা পুরস্কার প্রদান করেছেন। এ ছাড়া গতকাল যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। আজ সন্ধ্যায় জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড অত্যন্ত স্বচ্ছল। হাজার কোটি টাকা স্থায়ী আমানত রয়েছে বিসিবির। সেই প্রতিষ্ঠানের খেলোয়াড়দের পুনরায় যুব এশিয়া কাপ শিরোপা ধরে রাখায় অর্ধ কোটি টাকা বোনাস প্রদান করবে জাতীয় ক্রীড়া পরিষদ। দৈনিক ৪০০ টাকা ভাতা পাওয়া হকি খেলোয়াড়েরা বিশ্বকাপ নিশ্চিত করে ইতিহাস রচনা করলেও পেয়েছেন মাত্র ২০ লাখ টাকা। জনপ্রতি হিসেবে যা এক লাখেরও কম।
ক্রীড়াসংশ্লিষ্ট অনেকের মতে, যুব বিশ্বকাপ হকি দলের পুরস্কারের অঙ্ক আরো বেশি হওয়া বাঞ্ছনীয় ছিল এবং বিসিবি যেহেতু নিজেই সামর্থ্যবান ফলে জাতীয় ক্রীড়া পরিষদ যুব ক্রিকেট দলের বিষয়টি বিসিবির উপর ভার ছাড়তে পারত।
আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ফুটবল, ক্রিকেট ও হকিতে সাফল্য আসছে। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হওয়ার পর দলের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে পুরস্কার দেন। সেই অর্থ ফুটবলাররা সেই সময় বন্যার্তদের প্রদানের অনুরোধ জানায়। যুব সাফ চ্যাম্পিয়ন হওয়ার কয়েকদিন পরই নারী ফুটবল দল সাফের শ্রেষ্ঠত্ব বজায় রাখে।
সাবিনারা দেশে ফেরার দিনই উপদেষ্টা সৌজন্য সাক্ষাৎ করেন এবং এক কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন। সাফ চ্যাম্পিয়ন দলকে এক সপ্তাহ পরেই ও যুব হকি দলকে ঘোষণার ৪৮ ঘন্টা মধ্যে চেক ইস্যু করেছে জাতীয় ক্রীড়া পরিষদ।
আরও পড়ুন
যুব হকি দল ওমান থেকে বিশ্বকাপ নিশ্চিত করে ফিরলেও এখনো উপদেষ্টার সঙ্গে দেখা করতে পারেননি। অন্য দিকে যুব ক্রিকেট দল দেশে আসার আগেই অর্ধ কোটি টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক। কোন দলকে কোন পর্যায়ে সাফল্য কত পুরস্কার এ নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা ক্রীড়া মন্ত্রণালয়ের।
এজেড/জেএ