ফর্ম ধরে রাখতে নাহিদ রানাকে যে পরামর্শ দিলেন কোর্টনি ওয়ালশ
সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ পারফর্ম করেছেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসেই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন এই গতিতারকা। যে কারণে উইন্ডিজ কিংবদন্তি ও বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশের কাছেও রানা বাহবা পেয়েছেন। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই টাইগার পেসার।
নাহিদ রানা বলছিলেন, ‘জ্যামাইকাতে শেষ ম্যাচের পর কোর্টনি ওয়ালশ বলেছেন– তুমি নিজের খেয়াল রেখো এবং ফিটনেসের যত্ন নিও। নতুন নতুন শিখতে থাকো, শেখার কোনো শেষ নেই। আমিও যেসব দেশে যাচ্ছি নতুন নতুন (বিষয়) শিখছি। শিক্ষার কোন শেষ নেই তো, আমি এখানে এসেও শিখতেছি। এই ওয়েদার কিংবা ওয়েস্ট ইন্ডিজে কেমন বল করা উচিৎ সেটা জানতে পারছি।’
বল হাতে অল্প সময়েই প্রশংসা কুড়ালেও, ব্যাট হাতে বরাবরই দুর্বল নাহিদ রানা। যা নিয়ে গতকাল (শুক্রবার) কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ করতে দেখা গেছে তাকে। পরে এ বিষয়ে ২২ বছর বয়সী এই পেসার বলেন, ‘যেকোনো জিনিস আসলে এনজয় করলে কখনো কঠিন মনে হয় না। উনি যেটা বলছিলেন তা অন্যরকম, বেসিকটা ঠিক রাখতে, যাতে সবকিছু সুন্দর থাকে এটাই আর কি। আমি দলের জন্য ১৫-২০টা রান করতে পারলে যথেষ্ট।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জিতে ১-১ সমতা নিয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের একাদশে না থাকলেও, দ্বিতীয় টেস্টে ফিরে পারফরম্যান্সে নিজের অবস্থান জানান নাহিদ রানা। প্রথম ইনিংসে নিয়েছেন আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের প্রথম ফাইফার (৫ উইকেট), পরের ইনিংসে নেন আরও এক উইকেট। তরুণ এই পেসার সবমিলিয়ে এখন পর্যন্ত ৬ টেস্টে ২০টি উইকেট শিকার করেছেন। একটি ওয়ানডে খেলেন ২ উইকেট।
আরও পড়ুন
উইকেট দিয়ে হয়তো দলে রানার অবস্থান বিচার করাটা কঠিন। কারণ গতিময় ডেলিভারিতে টেস্ট ম্যাচের মেজাজে ব্যাটারদের তটস্থ করে রাখেন এই পেসার। উইন্ডিজদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও আছেন রানা, সুযোগ পেলে সেটা কাজে লাগানোরই চেষ্টা থাকবে তার!
এসএইচ/এএইচএস