পাকিস্তানকে হারিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল। ৭ উইকেটের জয়ে যুব টাইগাররা টানা দ্বিতীয় আসরে টুর্নামেন্টটির ফাইনাল নিশ্চিত করেছে। এদিন ব্যাট হাতে অপরাজিত ৬১ রান করে বাংলাদেশ ম্যাচ জিতিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
পরে বিসিবির প্রকাশিত ভিডিওতে তামিম বলেন, ‘আজকে আমরা ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমরা টসে জিতেছিলাম এবং আল্লাহর রহমতে সবকিছুই আমাদের ফেভারে ছিল। আমাদের বোলাররা অনেক ভালো করেছে, বিশেষ করে (ইকবাল হোসেন) ইমন, মারুফ (মৃধা) এবং (আল) ফাহাদ। যারা আছে সবাই অনেক ভালো বল করেছে।’
পরিকল্পনা কাজে লাগিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে বলেও জানান অধিনায়ক, ‘সবার কাছে আমাদের বার্তা ছিল যে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আগাবো। আমাদের যে ভুলগুলো ছিল সেগুলো যাতে এবার ঠিক করতে পারি সেই চেষ্টা করেছি। আমরা আসলে সেটি করে দেখিয়েছি এবং আমি আমার নিজের ইনিংসটা খেলতে পেরে ভালো লাগছে। দলের জন্য জিতেছি, দেশের জন্য জিতেছি, ভাল লাগতেছে।’
আরও পড়ুন
ফাইনালে নিজেদের চেষ্টার পাশাপাশি দোয়া চাইলেন আজিজুল হাকিম তামিম, ‘ফাইনালে আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সাপোর্ট করবেন যাতে আমরা ফাইনাল জিততে পারি।’
আগামী রোববার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় দুবাইয়ে এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারতের যুবারা। কাকতালীয়ভাবে দুই দলই চলতি আসরের গ্রুপপর্বে রানারআপ হয়েছিল। অর্থাৎ, তিনটি করে ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে।
এসএইচ/এএইচএস