পাকিস্তানের লাহোরকে হারিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর
আসরে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল রংপুর রাইডার্স। তাতে ফাইনালের স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যায় রাইডার্সদের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় তারা। তাতে ফাইনালের আশা বাঁচিয়ে রেখেছিল নুরুল হাসান সোহানের দল। এবার লাহোর কালান্দার্সকে হারিয়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশের প্রতিনিধিরা।
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ ভিক্টোরিয়া। তারা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল। আগামীকাল শনিবার বাংলাদেশ সময় সকাল ৫টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি।
আরও পড়ুন
গায়ানায় টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে রংপুর। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে লাহোরের জন্য লক্ষ্য ছিল ৯ ওভারে ১১১ রান। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি তারা।
১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ধ্বস নামে লাহোরের ব্যাটিং অর্ডারে। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট হারায় লাহোর। প্রথম ওভারে এমন দুর্দান্ত বোলিংয়ের পর তৃতীয় ওভারে ফিরে আবারও উইকেটের দেখা পান শেখ মেহেদি। তাতে ১৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তানের প্রতিনিধিরা।
এরপর পঞ্চম উইকেটে টম আবেল ও মির্জা ব্যাগের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তবে হারমিত সিং-জ্যাক চ্যাপেলদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সে চেষ্টা বৃথা গেছে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে দুর্দান্ত শুরু পায় রংপুর। বৃষ্টির পূর্বাভাস মাথায় নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেছে তারা। ১৩ বলে ২২ করেছেন সৌম্য। তিনে নেমে সাইফ হাসান করেছেন ১৪ বলে অপরাজিত ২৭ রান। আর স্টিভেন অপরাজিত ছিলেন ৩২ রানে। রংপুরের ইনিংসের ৯ ওভার খেলার পরই বৃষ্টি নামে।
এইচজেএস