প্রথমবার লাল কার্ড দেখলেন নয়্যার, নিষিদ্ধ হলেন ২ ম্যাচ
দুই দশকের লম্বা ফুটবল ক্যারিয়ারে ম্যানুয়েল নয়্যার খেলেছেন ৮৬৬ ম্যাচ। তবে এতদিন কখনো লাল কার্ড দেখেননি। ক্যারিয়ারের শেষ দিকে এসে লাল কার্ডের কলঙ্ক ছুঁয়েছে নয়্যারের নাম!
জার্মান কাপে লেভারকুজেনের বিপক্ষে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য শাস্তি পেয়েছেন নয়্যার। এতে শুধু লাল কার্ডই নয়, নিষেধাজ্ঞার মতো কঠিন শাস্তিও পেয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখের হয়ে পরের দুটি ঘরোয়া কাপ ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ এই গোলরক্ষক।
গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) নয়্যারের সেই ঘটনায় একটি বিবৃতি দিয়েছে। সেখানেই তার শাস্তির কথা জানিয়েছে ডিএফবি।
জার্মান কাপের সেই ম্যাচে ডি-বক্সের বাইরে বেরিয়ে এসে ইয়েরেমি ফ্রিম্পংকে ফাউল করেন নয়্যার। প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখে ১৭তম মিনিটে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই গোলরক্ষক। অধিনায়ককে হারানোর পর ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বায়ার্ন।
এইচজেএস