মাঠে ফিরতে তামিমের কঠোর অনুশীলন
লম্বা সময় ধরে মাঠের বাইরে রয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আসন্ন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে তিনি আবারও মাঠে ফেরার কথা জানিয়েছিলেন। এই লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় পাস করতে হতো তাকে। সেই বাধাও বেশ ভালোভাবেই পার করেছেন তামিম। কঠোর অনুশীলনে জানান দিচ্ছেন মাঠে ফিরতে তিনি কতটা মরিয়া।
গেল বুধবার (২৭ নভেম্বর) তামিম তার ফিটনেস পরীক্ষার ফলাফল হাতে পান। যেখানে ১৯ স্কোর তোলেন বাংলাদেশের সেরা এই ওপেনার। সব ঠিক থাকলে এনসিএল দিয়ে আবারও বাইশ গজে নিয়মিত হবেন তিনি। তার আগে মিরপুর শের-ই বাংলায় নিয়মিত ঘাম ঝরাচ্ছেন এই ক্রিকেটার। আজ বৃৃহস্পতিবারও তাকে অনুশীলন করতে দেখা গেছে।
তামিমের অনুশীলন দেখেছেন বিপিএলে তার দল ফরচুন বরিশালের প্রধান কোচ মিজানুর রহমান বাবুল। তামিমের অনুশীলন নিয়ে পরে কোচ বাবুল বলেন, ‘আমি মূলত রিপন মণ্ডলের বোলিং দেখার জন্য দাঁড়িয়েছিলাম। তবে তামিমের ব্যাটিং দেখলাম অনেকদিন পর। ভালোই লাগলো। শটগুলো খেলতে চাচ্ছে এবং ব্যাটে ভালোভাবেই বল লাগছে।’
আরও পড়ুন
বাবুল আরও যোগ করেন, ‘তামিমের ফেরাটা শুধু বিপিএলের জন্যই নয়, বরিশাল ফ্র্যাঞ্চাইজির জন্যও গুরুত্বপূর্ণ। শান্তও (নাজমুল হোসেন শান্ত) চোট কাটিয়ে সেরে উঠছে। আমার বিশ্বাস, বিপিএলে আমরা সবাইকে ফিট হিসেবেই পাব।’
প্রসঙ্গত, দেশের ক্রিকেটারদের সুযোগ করে দিতে প্রথমবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। ১১ ডিসেম্বর শুরু হয়ে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর। পরবর্তীতে ৩০ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর।
এসএইচ/এএইচএস