বিপর্যস্ত এমবাপে ও রিয়ালকে নিয়ে যা বলছেন রোনালদো
রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছর খেলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই সময়ে ব্যক্তিগত ও ক্লাব ক্যারিয়ারের প্রায় সব বড় সাফল্যই পেয়েছেন তিনি। সিআরসেভেন সম্প্রতি কথা বলেছেন রিয়াল এবং তাদের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপের বিপর্যস্ত পারফরম্যান্স নিয়ে। স্প্যানিশদের সর্বোচ্চ লিগে শীর্ষে ওঠার সুযোগ থাকলেও কাজে লাগাতে ব্যর্থ রিয়াল, চলমান চ্যাম্পিয়ন্স লিগে তাদের পারফরম্যান্স আরও নাজুক।
লা লিগার ম্যাচে গতকাল অ্যাথলেটিক বিলবাওয়ের কাছেও রিয়াল মাদ্রিদ ২-১ গোলে হেরে বসেছে। ম্যাচে দলের হার ছাপিয়ে আলোচনায় ফরাসি অধিনায়ক এমবাপের পেনাল্টি মিস। সবশেষ তিন ম্যাচে তিনি দুটি পেনাল্টি নিয়ে দুটিতেই ব্যর্থ হয়েছেন। ভিনিসিয়ুস জুনিয়র না থাকায় নিজের পছন্দের লেফট উইং পজিশনেও খেলতে পারছেন অনায়াসে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারছেন না এমবাপে। ফলে ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত-সমালোচিত ব্যক্তি এই ফ্রেঞ্চ তারকা।
এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে এমবাপেকে চাপ মোকাবিলা করতে হবে বলে মনে করেন রোনালদো, ‘দেখা যাক তার মানসিকতা যদি ঠিক থাকে এবং চাপ মোকাবিলা করতে পারে কি না, কারণ এটি রিয়াল মাদ্রিদ, পিএসজি নয়। এমবাপে এখন সেই অবস্থায় আছে। আপনি জিজ্ঞেস করতে পারেন যে, তার এই অবস্থায় রিয়াল মাদ্রিদ ভালো করতে পারবে কি না? আমরা আসলে জানি না, আমাদের সামনের ম্যাচগুলো দেখতে হবে।’
— Rio Ferdinand Presents (@FIVEUK) December 4, 2024
সাবেক ফরাসি ফুটবলার রিও ফার্দিনান্দের সঙ্গে এক আলোচনায় রোনালদো আরও বলেন, ‘আমি মনে করি রিয়াল মাদ্রিদ শক্তই থাকবে। কিন্তু আমি জানি না তারা গত আসরের চেয়ে উন্নতি করবে কি না। সেটি দেখতে ভবিষ্যতে তাকাতে হবে। যা শুধু সৃষ্টিকর্তাই জানেন। কিন্তু তাদের অনেক ভালো একটি দল আছে, দুর্দান্ত সব ফুটবলার আছে।’ বলে রাখা ভালো, গত মৌসুমে সম্ভাব্য সব সাফল্যই পেয়েছে রিয়াল। রেকর্ড সর্বোচ্চ ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা ট্রফিও তাদের দখলে গেছে।
চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপে। শুরুর দিকে তার স্বভাবসুলভ ছন্দ দেখা গেলেও ক্রমাগত তার আক্রমণের ধার কমেছে। সরাসরি আক্রমণে যেন গোল করতেই ভুলে গেছেন এমবাপে, এমনকি নিজের নেওয়া টানা দুটি পেনাল্টিও মিস করেছেন। এর আগে এমবাপে রিয়ালে এলে প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না সেই আলোচনা জোরালো ছিল। তার বর্তমান ফর্ম সেটাই আবারও জাগিয়ে দিয়েছে। তারই প্রমাণ রোনালদোর এমন মন্তব্য।
আরও পড়ুন
ফরাসি লিগে সর্বোচ্চ গোলদাতার হওয়ার প্রায় সব রেকর্ড ভেঙে আসা এমবাপে রিয়ালের জার্সিতে এখন পর্যন্ত ২০টি ম্যাচ খেলেছেন। যেখানে ১০ গোলের সঙ্গে তার অ্যাসিস্ট ২টি। শীর্ষে ওঠার সুযোগ হারানো রিয়াল লা লিগায় ১৫ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়েছে। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনার পয়েন্ট ৩৭।
অন্যদিকে, চলমান ইউসিএলে ৫টি ম্যাচে মাত্র দুটিতে জিতেছে রিয়াল। বিপরীতে ৩ হার ও ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান টেবিলের ২৪ নম্বরে। টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে বর্ণাঢ্য ক্লাবটি যে ভুলে যাওয়ার মতো মৌসুম কাটাচ্ছে সেটি বলার আর অপেক্ষা রাখে না!
এএইচএস