সফটওয়্যার সূচিতে দ্বিতীয় রাউন্ডেই কিংস-মোহামেডান দ্বৈরথ
গত শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন আসর শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হচ্ছে গত লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। লিগের দ্বিতীয় রাউন্ডেই গত লিগের শীর্ষ দুই দলের মুখোমুখির ঘটনা বাংলাদেশের ফুটবলে রীতিতে একেবারে নতুন।
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ফিকশ্চার গতানুগতিক ধারায় চলে আসছিল এক দশকের বেশি সময়। গত মৌসুমে ইমরুল হাসান লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সফটওয়্যারের মাধ্যমে ফিকশ্চার (সূচি) হচ্ছে। গত লিগে কিংস-আবাহনী দ্বৈরথ মাঝামাঝি সময়ে হয়েছিল। এবার সেই সফটওয়্যারে গত লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ লড়াই দ্বিতীয় রাউন্ডেই পড়েছে। সফটওয়্যারে ফিকশ্চার প্রণয়ন পদ্ধতি এবং কোন সফটওয়্যার ব্যবহার করে ফিকশ্চার হয় তা জানে না অধিকাংশ ক্লাবই। লিগের দ্বিতীয় রাউন্ডেই কিংসের মুখোমুখি হওয়ায় মোহামেডানের কর্মকর্তারা বিস্মিত হলেও শেষ পর্যন্ত আনুষ্ঠানিক আপত্তি জানায়নি।
ঘরোয়া ফুটবলের মূল দ্বৈরথ ছিল আবাহনী-মোহামেডানের। কিংসের আবির্ভাবের আগে সেই লড়াইটা ছিল কখনও আবাহনী বনাম রাসেল/জামাল। ২০১৮ সাল থেকে ছিল আবাহনী-কিংস। তবে গত দুই-তিন মৌসুম কিংসের সঙ্গে মোহামেডানের দ্বৈরথ মাঠ ও মাঠের বাইরে বেশি জমেছে। সপ্তাহ দুয়েক আগে মোহামেডান কিংস অ্যারেনায় না খেলার হুমকি দিয়েছে।
মাত্র ১৩ দিনের ব্যবধানে এই মৌসুমের দুই কাগুজে সেরা বসুন্ধরা কিংস ও মোহামেডান মুখোমুখি হচ্ছে আবারও। ২২ নভেম্বর বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে পিছিয়ে পড়া বসুন্ধরা কিংস জিতেছিল ৩-১ ব্যবধানে। ম্যাচটি হয়েছিল কিংসের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়। যেখানে সমর্থকদের রং ছোড়ার ঘটনায় খেলা ১০ মিনিট স্থগিত ছিল। মোহামেডান সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কিংস অ্যারেনায় না খেলার হুমকি দিয়েছে।
মোহামেডান কাল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আতিথ্য দেবে টানা পাঁচবারের লিগজয়ী কিংসকে। কুমিল্লার অপ্রস্তুত মাঠে ফুটবলের স্বাভাবিক ছন্দ ব্যাহত হওয়ারই যথেষ্ট শঙ্কা রয়েছে। গত মঙ্গলবার এখানে বসুন্ধরা কিংস ফেডারেশন কাপের ম্যাচে ব্রাদার্সকে হারিয়েছিল ১-০ ব্যবধানে। ম্যাচ জিতলেও কিংসের খেলায় সহজাত ছন্দ ছিল অনুপস্থিত। এখানেই মোহামেডান শুক্রবার নামবে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে।
লিগের সেরা ম্যাচটা সত্যিকারের উপভোগ্য করে তুলতে কেন্দ্রীয় চরিত্রে দুই দলের দুই সেরা বিদেশি। মোহামেডানের ঘরের ছেলে সুলেমান দিয়াবাতে আগের দুই মৌসুমের মতো এবারও দলটির নের্তৃত্ব দিচ্ছেন। এই মৌসুমে দুই ম্যাচে ৩ গোল করে ফর্মের জানানও দিয়েছেন মালির এই স্ট্রাইকার। অন্যদিকে, প্রথমবার কিংসের নের্তৃত্ব দিচ্ছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগেল ফেরেইরা। এই মৌসুমে ইতোমধ্যে ২ গোল করলেও সতীর্থদের দিয়ে একের পর এক গোল করিয়ে যাচ্ছেন ফর্মের তুঙ্গে থাকা মিগেল। তিনিই মঙ্গলবার তপু বর্মণকে দিয়ে করিয়েছেন জয়সূচক গোলটি। তাই দুই সেরার লড়াইয়ে তার ওপর থাকবে আলাদা দৃষ্টি। লিগের দ্বিতীয় ম্যাচ ডে–তে রয়েছে আরও একটি ম্যাচ। ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনী মুখোমুখি হবে রহমতগঞ্জের।
আরও পড়ুন
লিগের প্রথম লেগের দ্বিতীয় রাউন্ডেই হতে যাচ্ছে সেরা দু’দলের লড়াই। এর আগে দু’দলই লিগ অভিযান শুরু করেছিল বড় জয়ে। হেক্সা মিশনের শুরুতে কিংস ৭-০ গোলে হারায় দুর্বল চট্টগ্রাম আবাহনীকে। জোড়া গোল করেন ফরাসি ফরোয়ার্ড জারেড খাসা ও রাকিব হোসেন। সেদিনই গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মোহামেডান ৬-০ গোলে বিধ্বস্ত করে ঢাকা ওয়ান্ডারার্সকে।
২০১৮ সালে শীর্ষ লিগে অভিষেকের পর বসুন্ধরা কিংস টানা সাফল্য পেয়েছে এবং মুখোমুখি লড়াইয়ে বেশিরভাগ সময় হারিয়েছে মোহামেডানকে। তবে গত মৌসুমে মোহামেডানের কাছেই হারতে হয়েছিল তাদের। লিগের প্রথম পর্বের ম্যাচটি ছিল বসুন্ধরা কিংস অ্যারেনায়। মোহামেডানের হয়ে জয়সূচক গোলটি করেন মিনহাজুর আবেদিন রাকিব। মোহামেডানও গত লিগে হেরেছিল এক ম্যাচ। সেটি সেই কিংসের কাছেই দ্বিতীয় পর্বে। গত মৌসুমে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ফাইনালে কিংসের বাধা পেরোতে পারেনি মোহামেডান। আগামীকাল তাই মোহামেডানের সামনে সুযোগ কিংসকে হারিয়ে লিগ রেসে এগিয়ে যাওয়ার।
এজেড/এএইচএস