ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিলো আয়ারল্যান্ড
ওয়ানডে সিরিজে আইরিশ মেয়েদের সহজে হারালেও টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ম্যাচেই কঠিন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে গ্যাবি লুইস ও লিয়াহ পলের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের বড় পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড।
Bangladesh Women vs Ireland Women | 1st T20i Bangladesh need 170 runs to win Match Details ...
Posted by Bangladesh Cricket : The Tigers on Thursday, December 5, 2024
আজ (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
সিলেটে ব্যাট হাতে শুরুটা যদিও তেমন ভালো হয়নি সফরকারীদের। ইনিংসের তৃতীয় ওভারেই অ্যামি হান্টারকে সাজঘরে পাঠান টাইগ্রেস পেসার জাহানারা আলম। আইরিশ ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৩ বলে ১০ রান।
অন্যপ্রান্তে গ্যাবি লুইস দলের হাল ধরেন। দ্বিতীয় উইকেটে ওর্লা প্রেন্ডারগাস্টকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আইরিশ কাপ্তান। ওর্লাকে শিকার করে এই জুটি ভাঙেন জান্নাতুল ফেরদৌস। বোল্ড আউট হওয়ার আগে ১৫ বলে ১১ রান করে বিদায় নেন তিনি।
তারপর লিয়াহ পলকে নিয়ে রেকর্ড জুটি গড়েন গ্যাবি লুইস। তাদের জুটি থেকে আসে ৬৪ বলে ১০৭ রান। যা টি-টোয়েন্টিতে আইরিশ মেয়েদের তৃতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি। ফারিহা তৃষ্ণার শিকার হয়ে লুইস ফিরলে ভাঙে বড় এই জুটি। সাজঘরে ফেরার আগে সাত চার ও দুই ছক্কার মারে ৪২ বলে ৬০ রান করেন গ্যাবি লুইস।
আইরিশ কাপ্তানের বিদায়ের পর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে রানের গতি কিছুটা কমে যায় সফরকারীদের। শেষপর্যন্ত ২০ ওভারে আয়ারল্যান্ড সংগ্রহ করে ১৬৯ রান। দলের হয়ে ৪৫ বলে সর্বোচ্চ ৭৯ রানের ইনিংস খেলেছেন লিয়াহ পল। তার ইনিংসটি সাজানো ছিল ১০টি চার ও দুইটি ছক্কার মারে।
টাইগ্রেসদের হয়ে ১টি করে উইকেট তুলে নিয়েছেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস ও নাহিদা আক্তার।
এফআই