টেস্ট ব্যাটিংয়ে স্মিথ-কোহলিকে পেছনে ফেললেন তাইজুল
বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল ইসলাম। গত মাসেই এই সংস্করণে দুইশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। একজন বিশেষজ্ঞ বাঁহাতি স্পিনার হিসেবেই বিবেচনা করা হয় তাকে। তবে ব্যাট হাতেও প্রয়োজনে দলকে সাহায্য করেন তিনি। একাধিক ম্যাচেই খেলেছেন কার্যকরী কিছু ইনিংস।
এই বছর টেস্টে তাইজুল খেললেন মোট ৫৪০ ডেলিভারি। যা বিরাট কোহলির চেয়ে বেশি! লম্বা সময় ধরে এই সংস্করণের ক্রিকেটের বিশ্বসেরা এই ব্যাটারের সাম্প্রতিক ফর্মটা ভালো না। এ বছর এখন পর্যন্ত ৭ টেস্টে ১৪ ইনিংসে ৫১৩ বল খেলেছেন তিনি।
আরও পড়ুন
তাইজুলের পেছনে আছেন আইসিসির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সাবেক শীর্ষস্থানীয় আরও একজন—স্টিভেন স্মিথ। ৬ টেস্টে ১২ ইনিংসে এ পর্যন্ত ৪৭১ বল খেলেছেন এই অজি তারকা। ব্যাটিং গড় ২৫.৫৫, রান করেছেন ২৩০।
শুধু কোহলি-স্মিথ নয়, এইডেন মার্করাম, মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, বেন ফোকসের মতো তারকা ব্যাটারদেরও বল খেলার হিসাবে টপকে গেছেন তাইজুল।
তবে বাংলাদেশের এই স্পিনারকে টপকে যাওয়ার সুযোগ আছে কোহলির সামনে। অস্ট্রেলিয়া সফরে বোর্ডার–গাভাস্কার সিরিজে ভারত এ বছর আরও তিনটি টেস্ট খেলবে। তাই বছর শেষে কোহলির তাইজুলকে টপকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
তবে রানের হিসাবে অবশ্য তাইজুলের চেয়ে এগিয়ে কোহলি। ১৪ ইনিংসে ২৯.৫৮ গড়ে এ বছর এখন পর্যন্ত ৩৫৫ রান করেছেন কোহলি। তাইজুল ১৪ ইনিংসে ১৪.৭৮ গড়ে ২০৭ রান করেছেন।
এইচজেএস