সাদমান-মিরাজদের স্লেজিং করে শাস্তি পেলেন ২ উইন্ডিজ ক্রিকেটার
ব্যাট-বলে দাপট দেখিয়ে জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। ১০১ রানের বড় জয়ে মেহেদি হাসান মিরাজের দল সমতা নিয়ে টেস্ট সিরিজ শেষ করেছে। যদিও ম্যাচটিতে বাংলাদেশি ব্যাটারদের স্বাগতিক ক্রিকেটারদের পক্ষ থেকে তীব্র বিরূপ মন্তব্যে জর্জরিত হতে হয়েছিল। যা নিয়ে বারবার ক্যারিবীয়দের সতর্ক করতে দেখা যায় আম্পায়ারদের। তবুও তারা সংযত হননি। তারই শাস্তি মিলেছে হারের পর।
দ্বিতীয় টেস্টে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ারকে জরিমানা করেছে আইসিসি। বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আজ (বুধবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। উইকেট পেয়ে অতি-আগ্রাসী উদযাপনের জন্য পেসার সিলসের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট এবং তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
২৪ মাস বা দুই বছরে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট। এভাবে চারটি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে নিষেধাজ্ঞায় পড়তে হবে। তার শাস্তি প্রসঙ্গে আইসিসি বলছে, ক্রিকেটারদের জন্য প্রণীত আইসিসির প্লেয়ার কোড অব কন্ডাক্ট ভাঙায় সিলসকে শাস্তি দেওয়া হয়েছে। তাদের মতে, এই ক্যারিবীয় পেসারের আচরণ ‘খেলার স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক’।
— ICC (@ICC) December 4, 2024
এ ছাড়া বাংলাদেশি ক্রিকেটারদের লক্ষ্য করে স্লেজিং বা আক্রমণাত্মক মন্তব্য করায় শাস্তি পেয়েছেন সিনক্লেয়ার। যদিও এই অলরাউন্ডার বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। ব্যাটারদের উত্তেজিত করার লক্ষ্যে তার বিরূপ মন্তব্য শুনে আম্পায়াররা সতর্কও করেছিলেন। সেটি উপেক্ষা করে টাইগার ব্যাটারদের স্লেজিং করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সিনক্লেয়ারকে। তিনি আন্তর্জাতিক ম্যাচে ‘আম্পায়ারের সিদ্ধান্তকে অসম্মান’ করে আচরণবিধি ভেঙেছেন বলে উল্লেখ করেছে আইসিসি।
শাস্তিপ্রাপ্ত দুই উইন্ডিজ ক্রিকেটার তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। সিলস-সিনক্লেয়ারের বিরুদ্ধে আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি প্রয়োগ করেছেন।
আরও পড়ুন
প্রসঙ্গত, জ্যামাইকার স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৬৪ রানে গুটিয়ে যায়। দুর্দান্ত বোলিংয়ে আবার ম্যাচে ফেরে সফরকারীরা। নাহিদ রানার টেস্ট ক্যারিয়ারে প্রথম ফাইফারে (৫ উইকেট) ১৪৬ রানেই তারা উইন্ডিজদের প্রথম ইনিংসের ইতি টানে। ফলে মিরাজের দল ১৮ রানের লিড পায়। পরে জাকের আলির ৯১ রানে ভর করে দ্বিতীয় ইনিংস শেষে বাংলাদেশ ২৮৭ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়দের। লক্ষ্য তাড়ায় স্বাগতিকরা তাইজুল ইসলামের ৫ শিকারে ১৮৫ রানে গুটিয়ে যায়। তাদের ১০১ রানের হারে টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে।
এএইচএস