মিরাজের নেতৃত্বের প্রশংসা করে যা বললেন কোচ
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়েছে বাংলাদেশ। তাতে ১-১ সমতায় সিরিজ শেষ করল টাইগাররা। এই জয়ে ১৫ বছর পর ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সাদা পোশাকের ক্রিকেটে জয় পেলো বাংলাদেশ। সর্বশেষ ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতেছিল টাইগাররা।
এই জয়ে মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্বের বড় ভূমিকা দেখছেন প্রধান কোচ ফিল সিমন্স। তিনি বলেন, ‘আমি তাকে (মিরাজ) দেখে মুগ্ধ হয়েছি। অল্প সময়ের নোটিশে শান্তর থেকে দায়িত্ব নিয়েছে। দায়িত্বটি নিয়েছে ও দলকে চালিয়ে নিয়েছে। মেহেদী ও তাইজুল একে অপরের পরিপূরক হিসেবে খেলেছে। মিরাজ কিছুটা দ্রুতগতিতে রান তুলেছে, সে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করেছে।’
দ্বিতীয় ইনিংসে পরিস্থিতি বিবেচনায় আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। ফলে দ্রুত রান তুলতে পারে। বিশেষ করে শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজরা দারুণ ব্যাটিং করেছেন। তাদের এমন মানসিকতায় মুগ্ধ সিমন্স।
প্রধান কোচ বলেন, ‘ব্যাটাররা যে ইতিবাচক মনোভাব নিয়ে এসেছিল তা পছন্দ করেছি। শেষ কয়েক ম্যাচে তাদের টিকে থাকার মানসিকতা দেখা গেছে। তৃতীয় দিনে দেখলাম ওরা বলছে, ‘আমরা এখানে খেলতে এসেছি।’ এমন মনোভাব আমি পছন্দ ও উপভোগ করি।'
'তারা জানে যে এখন থেকে আমাদের এভাবেই খেলতে হবে। টেস্ট জয়ের জন্য তরুণ খেলোয়াড়রা অপেক্ষায় ছিল। প্রথম টেস্ট হারের পর তাদের কামব্যাক করতে দেখে ভালো লাগছে। এটা আমার জন্য অত্যন্ত আনন্দের।’-যোগ করেন তিনি।
এইচজেএস