অলিম্পিয়ান সাগর পেলেন বিকেএসপি ব্লু
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) শিক্ষার্থীদের সারা বছর পারফরম্যান্স মূল্যায়ন করে স্বীকৃতি দেয়। বিভিন্ন ক্যাটাগরির স্বীকৃতির মধ্যে ব্লু পদক সর্বোচ্চ। ২০২৪ সালে বিকেএসপির এই সম্মানজনক পদক পেয়েছেন আরচ্যার সাগর ইসলাম।
বিকেএসপি শিক্ষার্থী সাগর ইসলাম ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেন। বাংলাদেশের তৃতীয় ক্রীড়াবিদ হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। ফলে তিনি বিকেএসপির ব্লু পদক পাবেন এটা অনুমেয় ছিল। গতকাল বিকেএসপি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সাগরকে ব্লু প্রদান ছাড়াও বিশ্ব ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ আসরে অংশগ্রহণ করায় বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
বিকেএসপিতে বিদ্যমান ২১টি ক্রীড়া বিভাগের খেলোয়াড়দেরও সেরা খেলোয়াড়ের সম্মাননা সনদ প্রদান করা হয়। বালক ও বালিকা পৃথকভাবে এই পুরস্কার দেয়া হয়েছে। আরচ্যারিতে মোঃ সাগর ইসলাম ও ফাহমিদা সুলতানা নিশা, এ্যাথলেটিক্সের তামিম হোসেন ও মোসাঃ তাসমিয়া হোসাইন, ব্যাডমিন্টনের মোঃ আব্দুল্লাহ আল সিয়াম, বাস্কেটবলের মোঃ আসিব আলি, বক্সিং’র আবীর মাহমুদ, ক্রিকেটের মারুফ মৃধা ও মারুফা আক্তার, ফুটবলের নাজমুল হুদা ফায়সাল ও স্বপ্না রায়, জিমন্যাস্টিক্সের রাফিল আহমেদ ও বনফুলি চাকমা, হকির মো: হোজাইফা হোসেন ও অর্পিতা পাল।
তাছাড়া জুডোর মোঃ মনোয়ার হোসেন ও ফাবিয়া বুশরা, সাঁতারের মোছাঃ সোনিয়া ও মোছাঃ আনিকা আক্তার, কারাতের মোঃ আরিফুল ইসলাম, কাবাডির মোঃ ইয়াসনি ইসলাম নাহদি, শ্যূটিং’র জিদান হোসেন ও জাফিরাহ খানম চৌধুরী জ্যোতি, স্কোয়াশের মোঃ সাইমুন ইসলাম, সাঁতারের মোঃ হোসাইন ও মোছাঃ জুঁই আক্তার, টেবিল টেনিসের খই খই সাই মারমা ও আবুল হাসেম হাসিব, তায়কোয়ানডোর মো: শুভ মিয়া, টেনিসের কাব্য গায়েন, ভলিবলের রাতুল আহমেদ, ভারোত্তোলনের মো: রহমি এবং উশুর আনন্দ বর্মন ও লিজা মনি।
এ বছরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বা ব্যক্তিগত স্বর্ণ পদক অর্জন করার স্বীকৃতি স্বরূপ ৮৮ জনকে বিকেএসপি কালার, ইনসিগনিয়া প্রতীক, অর্থ পুরস্কার, ব্লেজার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় পদক প্রাপ্ত কৃতি প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মান সূচক প্রতীক, সম্মাননা সনদ ও নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে বিকেএসপির সাবেক কয়েকজন লিজেন্ড খেলোয়াড়, কোচ, শিক্ষক ও কর্মচারীগণকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেএসপির সকল পর্যায়ের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এজেড/এইচজেএস