আইপিএলে দল পাননি, জোড়া সেঞ্চুরির পর আলোচনায়
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ডাক পেয়ে রাতারাতি ক্রিকেটারদের তারকাখ্যাতি পাওয়ার অনেক নজির রয়েছে। তেমনি সুযোগ কাজে লাগাতে না পারায় ক্যারিয়ারও শেষ হয়ে গেছে কারও কারও। তবে এবার আলোচনায় এসেছেন আইপিএলে দল না পাওয়া উর্ভিল প্যাটেল। ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি ২৮ বলে সেঞ্চুরি করে ভেঙেছেন রিষাভ পান্তের রেকর্ড। পরের ম্যাচেই করলেন ৩৬ বলে সেঞ্চুরি।
এতদিন টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে সর্বনিম্ন ৩২ বলে সেঞ্চুরির রেকর্ডটি ছিল পান্তের দখলে। যার চেয়ে আরও ৪ বল কম খেলে প্যাটেল সেটি নিজের পকেটে পুরেছেন। পরের ম্যাচে আরেকটি সেঞ্চুরি করে গুজরাটের এই ব্যাটার ভারতের প্রায় সব গণমাধ্যমের খবরে শিরোনাম হয়েছেন। আলোচনা উঠেছে আইপিএলে তিনি কোনো দল না পাওয়া নিয়েও।
২০২৫ আইপিএলের মেগা নিলাম হয়েছে সৌদি আরবের জেদ্দায়। যেখানে ড্রাফটে উর্ভিল প্যাটেলেরও নাম ছিল। তবে ১২০০ কোটি রুপি বাজেটের এবারের অসরে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। ড্রাফটে ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে নাম ছিল উর্ভিলের। এরপর মুস্তাক ট্রফিতে টানা দুই ম্যাচে সেঞ্চুরিকে তারই জবাব হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যমগুলো।
আরও পড়ুন
আজ (মঙ্গলবার) উত্তরাখণ্ডের বিপক্ষে ম্যাচ ছিল গুজরাটের। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের শেষে ৭ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে উত্তরাখণ্ড। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৩.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় গুজরাট। ব্যাট হাতে ওপেন করতে এসে ৪১ বলে ১১৫ রান করে অপরাজিত ছিলেন উর্ভিল প্যাটেল। তিনি এই ইনিংসে মোট ১১টি ছয় এবং ৮টি চার মারেন। উর্ভিল ছাড়াও এদিনের ম্যাচে ১৮ বলে ২৮ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক অক্ষর প্যাটেল।
এর আগে বুধবার ইন্দোরে মুস্তাক আলি ট্রফির ‘বি’ গ্রুপের ম্যাচে ত্রিপুরার মুখোমুখি হয়েছিল গুজরাট। সেখানেই ২৮ বলে নিজের সেঞ্চুরি করেন উর্ভিল। ওই ম্যাচে ৭টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ১১৩ রান করে অপরাজিত ছিলেন। আর একটি বল কম খেলতে পারলেই তিনি হয়ে উঠতেন টি-টোয়েন্টিতে বিশ্বের সর্বনিম্ন বলে সেঞ্চুরি করা ক্রিকেটার। এই ফরম্যাটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। বর্তমানে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ানর তালিকায় উর্ভিল দ্বিতীয় স্থানে রয়েছেন।
এএইচএস