আইসিসির শাস্তি, ফাইনালের পথে বড় হোঁচট খেলো নিউজিল্যান্ড
পুরুষ ক্রিকেটের বৈশ্বিক আসরে বড় অর্জন বলতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এর বাইরে ভালো পারফর্ম করেও শিরোপা খুব কাছ থেকে তাদের হতাশায় পুড়তে হয়েছে। বর্তমানে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও ফাইনালে ওঠার সম্ভাবনা ছিল কিউইদের। তবে ইংল্যান্ডের কাছে ক্রাইস্টচার্চ টেস্টে হারের পর উইলিয়ামসন-সাউদিরা আবারও বড় হোঁচট খেয়েছে। তিনটি পয়েন্ট হারিয়েছে স্লো ওভার রেটের কারণে।
ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে বাজবল ঘরানার পারফরম্যান্সে সবচেয়ে কম ওভারে (লক্ষ্য ন্যূনতম ১০০) কিউইদের হারানোর রেকর্ড গড়ে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের মাত্র ১০৪ রানের লক্ষ্য ইংলিশরা ১২.৪ ওভারে ৮ উইকেট হাতে রেখেই জিতেছে। যা টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে টম ল্যাথামের দলটিকে পিছিয়ে দিয়েছে। তাদের দশা এবার ‘মড়ার ওপর খাড়ার ঘা’–এর মতো। কারণ ম্যাচটিতে স্লো ওভার রেটের কারণে ইংল্যান্ড-নিউজিল্যান্ড দুই দলেরই ৩টি করে পয়েন্ট কাটা পড়েছে।
আজ (মঙ্গলবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আইসিসি। টেস্টের ফাইনালে ওঠার ক্ষেত্রে এখন প্রতিটি গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য। তিনটি পয়েন্ট হাতছাড়া করা ছাড়াও ম্যাচ ফি’র ১৫ শতাংশ করে জরিমানা হয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের। যদিও পয়েন্ট হারানোয় কোনো সমস্যা নেই ইংলিশদের। কারণ বেন স্টোকসের দলটি আগেই মূল লড়াই থেকে ছিটকে গেছে। তবে আইসিসির শাস্তি কপাল পুড়তে পারে কিউইদের।
— ICC (@ICC) December 3, 2024
বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে পাঁচ নম্বরে অবস্থান নিউজিল্যান্ডের। ক্রাইস্টচার্চ টেস্টে হারের পর তাদের পয়েন্ট ছিল শ্রীলঙ্কার সমান ৫০ শতাংশ। তবে স্লো ওভার রেটের জরিমানার কারণে তাদের বর্তমান পয়েন্ট ৪৭.৯২ শতাংশ। ইংল্যান্ডের বিপক্ষে পরবর্তী দুই টেস্টে জিতলে তাদের পয়েন্ট বেড়ে ৫৫.৩৬ শতাংশে দাঁড়াবে। অর্থাৎ, লর্ডসে হতে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে তারা প্রায় ছিটকে গেছে বলা চলে।
আরও পড়ুন
টেস্টে একদিনে নির্ধারিত ওভারের চেয়ে এক ওভার কম করলে শাস্তি হিসেবে একটি করে পয়েন্ট কাটা হয়। নিউজিল্যান্ড-ইংল্যান্ডের প্রথম টেস্টে উভয় দলই তিন ওভার কম করেছে। ফলে তাদের তিন পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। নিজেদের অপরাধ স্বীকার করে এই শস্তি মেনে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি কিউই অধিনায়ক ল্যাথাম ও ইংলিশ দলনেতা স্টোকসকে।
ম্যাচটিতে দায়িত্ব পালন করা দুই অন-ফিল্ড আম্পায়ার এহসান রাজা ও রড টাকার, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক, চতুর্থ আম্পায়ার কিম কটন এবং ম্যাচ রেফারি ডেভিড বুন এই শাস্তির সিদ্ধান্ত দেন।
এএইচএস